× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মহিষাশুড়া ইউপি নির্বাচন: তিন চেয়ারম্যান প্রার্থীর প্রত্যাখ্যান

বাংলারজমিন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার

মাধবদী থানাধীন নূরালাপুর ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল ২৫শে এপ্রিল ভোট গ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত শুধুমাত্র মহিষাশুড়া ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছে তিন চেয়ারম্যান প্রার্থী। অন্যদিকে নুরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন নাটকীয়তা ও সীমানা সংক্রান্ত জটিলতায় মামলা চলমান থাকায় নির্বাচন বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২৮ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামূল হক শাহিন নৌকা মার্কায়, বিএনপির তোফাজ্জল হোসেন ধানের শীষ মার্কায়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি কাউসার আহমেদ হাতপাখা মার্কায় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর ভূঁইয়া আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই ইউনিয়নে মোট ১১টি ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ২৫০৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১২৬৩৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ১২৪৪১ জন।

নরসিংদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, নূরালাপুর ও মহিষাশুড়া ইউপিতে গতকাল নির্বাচন থাকলেও শুধুমাত্র মহিষাশুড়া ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
 

এদিকে এ নির্বাচনে বহিরাগত ভারাটিয়া সন্ত্রাসীদের দিয়ে ব্যালট ছিনতাই, ব্যালটে সিল মারা ও বোমাবাজিসহ জবরদখল করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামূল হক শাহিন ও তার লোকজন, এমন অভিযোগ এনে গতকাল দুপুর দুইটায় নির্বাচন প্রত্যাখ্যান ও বিকালে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর ভূঁইয়াসহ ও  বিএনপির তোফাজ্জল হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি কাউসার আহমেদ। তারা পুনরায় নির্বাচনের দাবি জানান নির্বাচন কমিশনের প্রতি।
তবে সরকারদলীয় প্রার্থী এনামূল হক শাহিন আলমগীরের তাতে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বলেন, এ ইউনিয়নে উন্নয়নের জন্য দলীয় ভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আল্লাহর রহমতে ভোটারের দ্বারপ্রান্তে রয়েছি। তারা আজ সঠিক ভোট প্রয়োগের মধ্য দিয়ে বিজয়ের মালা পরাবে বলে বিশ্বাস করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হলেও কোনো প্রার্থীকে সরকারি ভাবে নির্বাচিত করা হয়নি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর