× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

২০১৯ বিশ্বকাপ /শুরুতে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বছর ২রা জুন ওভাল মাঠে এ ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। গতকাল কলকাতায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যনির্বাহী সভায় চূড়ান্ত হয় ২০১৯’ বিশ্বকাপের সূচি। পরে এ সূচি প্রকাশ করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ বিশ্বকাপের খেলা আয়োজিত হবে ১৯৯২’র বিশ্বকাপের ফরমেটে। এতে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে ১০ দলের প্রত্যেকেই একে অপরের মুখোমুখি হবে। এবং পয়েন্ট তালিকার শীর্ষ চার দল পৌঁছবে সেমিফাইনালে। আসরে মাঠে গড়াবে মোট ৪৮টি ম্যাচ।
এর ৭ ম্যাচ দিবারাত্রির। তবে স্বাগতিক ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা দিবারাত্রির ম্যাচ খেলবে না একটিও। অন্যদিকে নিউজিল্যান্ডকে খেলতে হবে দিবারাত্রির চারটি ম্যাচ। আসরে দিবারাত্রির একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ই জুন লন্ডনের ওভাল মাঠে দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আগামী বছর ৩০শে মে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের। আর টুর্নামেন্টে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী বছর ১৬ই জুন। ম্যানচেস্টারের ওল্ট ট্রাফোর্ডে হবে পাক-ভারত দ্বৈরথ। খেলা হবে ইংল্যান্ড ও ওয়েলসের পৃথক ১০ শহরের ১১টি ভেন্যুতে। লর্ডসে টুর্নামেন্টের ফাইনাল ১৪ই জুলাই। দর্শক চাহিদার কথা বিবেচনা করে আগে আইসিসি’র অধিকাংশ টুর্নামেন্ট শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। ২০১৫ বিশ্বকাপ শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেও ছিল পাক-ভারত ম্যাচ।
বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ     প্রতিপক্ষ     ভেন্যু
২ জুন     দক্ষিণ আফ্রিকা     ওভাল
৫ জুন     নিউজিল্যান্ড     ওভাল
৮ জুন     ইংল্যান্ড     কার্ডিফ
১১ জুন     শ্রীলঙ্কা     বৃস্টল
১৭ জুন     ওয়েস্ট ইন্ডিজ     টন্টন
২০ জুন     অস্ট্রেলিয়া     নটিংহাম
২৪ জুন     আফগানিস্তান     সাউদাম্পটন
২ জুলাই     ভারত     বার্মিংহাম
৫ জুলাই     পাকিস্তান     লর্ডস
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর