× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এবারের ব্যালন ডি’অর সালাহর প্রাপ্য’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার

চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে সাবেক ক্লাব রোমার বিপক্ষে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ্‌। পাশাপাশি দু’টি অ্যাসিস্টও করেন তিনি। আর এমন নৈপুণ্য শেষে মোহাম্মদ সালাহ্‌কে এবারের ব্যালন ডি’অর পুরস্কারের দাবিদার বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। চ্যাম্পিয়ন্স লীগ ইতিহাসে সেমিফাইনালের এক ম্যাচে ২ গোল এবং ২ অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড় মোহাম্মদ সালাহ। চলতি আসরে এ নিয়ে ১০ গোল করলেন এ মিশরি স্ট্রাইকার। যা প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে আসরে এক মৌসুমে সর্বোচ্চ ৯ গোল করার রেকর্ডটি ছিল স্যামুয়েল ইতোর । ২০১০-১১ মৌসুমে ইন্টার মিলানের হয়ে এ রেকর্ড গড়েছিলেন এ ক্যামেরুনিয়ান স্ট্রাইকার।
মঙ্গলবার জোড়া গোলের সুবাদে চলতি মৌসুমে রোনালদোকে (৪২) টপকে ইউরোপের সেরা পাঁচ লীগের কোন খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক ৪৩ গোলের মালিক এখন সালাহ। এছাড়া সালাহর সামনে এখন হাতছানি রয়েছে লিভারপুলের হয়ে ইয়ান রাশের এক মৌসুমে সর্বোচ্চ ৪৭ গোলের রেকর্ড ছোঁয়ার। ১৯৮৩-৮৪ মৌসুমে লিভারপুলের হয়ে এমন কীর্তি গড়েন এ ওয়েলশ স্ট্রাইকার। চলতি মৌসুমে লীগ ও চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে তার হাতে আছে আরও ৫টি ম্যাচ। এছাড়া লিভারপুলের হয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আসরে টানা পাঁচ ম্যাচের প্রথম গোল করলেন সালাহ। এর আগে এ কীর্তি গড়েন লিভারপুলের সাবেক ইংলিশ মিডফিল্ডার স্টিভেন জেরার্ড।  মঙ্গলবার ম্যাচ শেষে লিভারপুলের সাবেক ফুটবলার রবি সালভেজ বলেন, এবারের ব্যালন ডি’অর পুরস্কার সালাহর প্রাপ্য। ১৯৯৬’র ব্যালন ডি’অর পুরস্কারে মনোনিত লিভারপুল স্ট্রাইকার রবি ফাওলার বলেন, এই মুহূর্তে তার (সালাহ) আত্মবিশ্বাস কোনো পর্যায়ে রয়েছে তা বোঝা যায় তার অবিশ্বাস্য সব গোল দেখে। আর লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড বলেন, এই মুর্হূতে গ্রহের সেরা খেলোয়াড় সে ( সালাহ)। গত গ্রীষ্মকালীন দলবদলে ৩৪ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে রোমা থেকে লিভারপুলে পাড়ি দেন সালাহ। আর মঙ্গলবার ম্যাচে গোল নিয়ে নিজের পুরনো দলের প্রতি সম্মান দেখিয়ে উদযাপনে বিরত থাকেন মোহাম্মদ সালাহ্‌। গত টানা ১০ বারের ব্যালন ডি’অর পুরস্কার ভাগাভাগি করেছেন লিওনেল মেসি ও  ক্রিস্টিয়ানো  রোনালদো। সাম্প্রতিক ফুটবলে এ দুই তারকার সঙ্গে লড়াই জমেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারেরও।  তবে চলতি মৌসুম এ চার ফুটবলারের নৈপুণ্যের চিত্রটা কেমন?
২০১৭-১৮ মৌসুমের পরিসংখ্যান
খেলোয়াড়     ম্যাচ     গোল    অ্যা.     টার্গেটে শট
সালাহ     ৪৭     ৪৩     ১৩     ৯০
রোনালদো     ৩৯     ৪২     ৮     ১১১
মেসি     ৫০     ৪০     ১৮      ১২৭
নেইমার     ৩০     ২৮     ১৬     ৬৩
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর