× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়া

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে মিয়ানমারের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি পুনরায় বিবেচনা করছে অস্ট্রেলিয়া। দেশটির বিরোধী দলের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, রোহিঙ্গাদের সঙ্গে আচরণের জন্য মিয়ানমারের সঙ্গে অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতার বিষয়টি এখন ‘পুরোপুরি অচল’ হয়ে পড়েছে। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর।
খবরে বলা হয়, রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের সঙ্গে অমানবিক আচরণের পরও মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখায় সমালোচনার মুখে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে। মার্লেস রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর আচরণকে ‘নিষ্ঠুর বর্বরতা’ হিসেবে আখ্যা দেন।
তিনি বলেন, মিয়ানমার স্বৈরাচারী ব্যবস্থা থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছিল। এখানে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে আরো বড় ধরনের প্রতিরক্ষা সহযোগিতা তৈরির সুযোগ ছিল। কিন্তু এখন রোহিঙ্গাদের সঙ্গে যেটা ঘটেছে, সেটা আমার দৃষ্টিতে কোনোভাবেই সমর্থনের যোগ্য নয়। আসলে এখন এই কথাটা বলতেই কষ্ট হচ্ছে। কারণ, আমি মনে করি যে ধরনের দেশের সঙ্গে আমাদের কাজ করা উচিত মিয়ানমার ঠিক সে ধরনের একটা দেশ।

যে ধরনের সামরিক বাহিনীর সঙ্গে আমরা কাজ করতে চাই তাদের সেনাবাহিনীও ঠিক সেই ধরনের। কিন্তু সেখানকার সংখ্যালঘুদের সঙ্গে যেটা ঘটেছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর