× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্রিম চুরির দায়ে পদত্যাগ করলেন মাদ্রিদের নেত্রী

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) এপ্রিল ২৬, ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

স্পেনের মাদ্রিদে সরকারদলীয় এক নেত্রীর বিরুদ্ধে সুপার মার্কেট থেকে প্রসাধনী সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন ওই নেত্রী। এর আগে তার বিরুদ্ধে ভুয়া মাস্টার্স ডিগ্রি ব্যবহারেরও অভিযোগ উঠে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, আলোচিত এ নেত্রীর নাম ক্রিস্টিনা চিফুয়েন্তেস। সংশ্লিষ্ট সুপার মার্কেটের টেলিভিশন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ওই নেত্রী ‘অ্যান্টি এজিং ক্রিমের’ দুটি কৌটা মার্কেটের নিরাপত্তা কর্মীর মাধ্যমে সরিয়ে নেন। ওই ক্রিমের মূল্য মাত্র চার হাজার টাকা। ২০১১ সালে এ ঘটনা ঘটে।
তখন তিনি মাদ্রিদের পার্লামেন্টের দ্বিতীয় প্রধানের দায়িত্বে ছিলেন। এর আগে গত সপ্তাহে চিফুয়েন্তেসের বিরুদ্ধে মাস্টার্স ডিগ্রি জালিয়াতির অভিযোগ তোলা হয়। তদন্তে দেখা যায়, তার মাস্টার্সের মূল নথির দু’টি স্বাক্ষরই ভুয়া। তীব্র সমালোচনার মুখে তিনি ওই ডিগ্রি ত্যাগ করতে বাধ্য হন।
এসব বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে স্পেনের ক্ষমতাসীন দলের এই এমপি সরকার বিরোধীদের চাপের মুখে পড়েছেন। বিরোধীরা তার পদত্যাগের দাবি জানিয়েছে। তবে বুধবার এক সংবাদ সম্মেলনে চিফুয়েন্তেস দাবি করেন, তাকে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ভিডিও প্রচার করা হয়েছে। আগামী সপ্তাহে পদত্যাগ করার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি। কিন্তু নানা মহলের অব্যাহত চাপের মুখে তার আগেই পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। সরকারদলীয় এমপি চিফুয়েন্তেসের পদত্যাগ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়-এর জন্য একটি বড় আঘাত। পদত্যাগ করার মাধ্যমে প্রকারান্তরে তিনি উত্থাপিত অভিযোগ স্বীকার করে নিলেন। তবে মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্টকে দেয়া বার্তায় প্রধানমন্ত্রী রাজয় বলেন, আঞ্চলিক সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর