× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ধোনি-রাইডুর ব্যাটে বড় জয় চেন্নাইর

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার

যেন অসম্ভবকে সম্ভব করলেন আম্বাতি রাইডু ও মহেন্দ্র সিং ধোনি। গতকাল ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। রাইডু ৫৩ বলে ৮২ রান ও ধোনি ৩৪ বলে অপরাজিত থাকেন ৭০ রানে। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২০৫ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ৯ ওভারে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। সেই ম্যাচ দুর্দান্তভাবে ২ বল হাতে রেখে শেষ করে চেন্নাই। রাইডু আর ধোনির পঞ্চম উইকেট জুটিতে আসে ১০১ রান। শেষ তিন ওভারে ৪৫ রানের প্রয়োজন ছিল চেন্নাইয়ের।
কোরি অ্যান্ডারসনের ১৮তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ধোনি। চতুর্থ বলে চার মারেন রাইডু। কিন্তু পরের বলেই রান আউটের শিকার হয়ে ফিরে গেলেন এ ৩২ বয়সী ব্যাটসম্যান। ৫৩ বলে ৮২ রান করতে ৮টি ছক্কা ও ৩টি চার হাঁকান তিনি। চেন্নাইয়ের তখন ১২ বলে ৩০ রানের সমীকরণ। সিরাজের করা ১৯তম ওভারে প্রথম চার বলে রান দিলেন মাত্র ৩টি। কিন্তু পঞ্চম বলে ছয় মারলেন ধোনি। এরপর টানা তিনটি ওয়াইড দিলেন সিরাজ। শেষ বলে এলো ২ রান। তাতে শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন ছিল চেন্নাইয়ের। কোরি অ্যান্ডারসনের প্রথম বলে চার হাঁকালেন ব্রাভো। পরের বলে বিশাল ছক্কা। পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন ধোনিকে। আর ধোনি ২০১১ বিশ্বকাপের ফাইনালের মতো ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন। কার ৩৭ বলের ইনিংসে ছিল ৭টি ছক্কা ও এক চারের মার। ব্রাভো অপরাজিত ছিলেন ১৪ রানে। দুই ইনিংস মিলে এ ম্যাচে ছক্কা হয়েছে ৩৩টি। ব্যাঙ্গালোরের পক্ষে ২ উইকেট নেন চাহাল। এর আগে ডি কক ও ডি ভিলিয়ার্সের ব্যাটে বড় সংগ্রহ গড়ে ব্যাঙ্গালোর। দ্বিতীয় উইকেটে এই দুই স্বদেশি গড়েন ১০৩ রানের জুটি। ডি কক ৩৭ বলে ৪ ছক্কা ও ১ চারে ৫৩ রান করেন। ডি ভিলিয়ার্স ৩০ বলে ৮ ছক্কা ও ২ চারে ৬৮ রান করেন। এছাড়া ৩২ রান এসেছে মনদিপ সিংয়ের ব্যাট থেকে। চেন্নাইয়ের পক্ষে শার্দুল ঠাকুর, ইমরান তাহির ও ডোয়াইন ব্রাভো নেন দুটি করে উইকেট। ম্যাচসেরা হন মহেন্দ্র সিং ধোনি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো চেন্নাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর