× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আইপিএলে ছক্কার রেকর্ড গড়লেন ধোনি-ডি ভিলিয়ার্সরা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার

ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) ছক্কার রেকর্ড গড়লেন ধোনি-ডি ভিলিয়ার্সরা। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো চেন্নাই সুপার কিংস। বিরাট কোহলিদের ২০৫ রান তাড়া করে অবিশ্বাস্য এক জয় পায় ধোনির দল। বড় স্কোরের এই ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা মিলে ছক্কা মেরেছেন ৩৩টি। যা আইপিএলের ইতিহাসের সর্বাধিক ছক্কার ম্যাচ। আর টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার ম্যাচ। এদিন টসে হেরে ব্যাটিংয়ে নাম ব্যাঙ্গালোরের ইনিংসে আসে ১৬ ছক্কা। এর মধ্যে ৬৮ রানের ইনিংসটিতে ছিল ৮টি ছক্কা হাঁকান এবি ডি ভিলিয়ার্স।
আরেক প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ৪ ছক্কা। এছাড়া মানদিপ সিং ৩টি ও ওয়াশিংটন সুন্দর একটি ছক্কা মারেন। অন্যদিকে চেন্নাইয়ের ইনিংসে ছক্কা আসে ১৭টি। ৮২ রানের ইনিংসটিতে ছিল ৮টি ছক্কা। আর ৭টি ছক্কা মারেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়া শেন ওয়াটসন ও ডোয়াইন ব্রাভো একটি করে ছক্কা মারেন। আইপিএলে এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩১ ছক্কার রেকর্ড ছিল। ২০১৭’র আসরে দিল্লি ডেয়ারডেভিলস ও গুজরাট লায়ন্সের মধ্যকার ম্যাচে এ রেকর্ড হয়েছিল। এছাড়া চলতি আসরে চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচেও ৩১ ছক্কা এসেছিল। তবে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হয়েছিল নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টুর্নামেন্টে। ২০১৬তে সেন্ট্রাল ডিসট্রিক্ট ও ওটাগোর মধ্যকার ম্যাচে ছক্কা হয়েছিল ৩৪টি। এছাড়া একই বছর শ্রীলঙ্কার ঘরোয়া লীগে কল্টস ও কলম্বোর মধ্যকার ম্যাচে ছক্কা হয়েছিল ৩৩টি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর