× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশে বিদ্যুত পাঠাতে প্লান্ট নির্মাণ করছে আদানি গ্রুপ

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) এপ্রিল ২৬, ২০১৮, বৃহস্পতিবার, ১২:৩৫ অপরাহ্ন

বাংলাদেশে বিদ্যুত পাঠানোর জন্য ভারতে কয়লাচালিত বিদ্যুত কেন্দ্র প্রতিষ্ঠা করছে আদানি গ্রুপ। ঝাড়খন্ড রাজ্যের গোড়া এলাকাটি সবচেয়ে বেশি কয়লাখনিবেষ্টিত। শিগগিরই এটা হয়ে উঠবে আদানি গ্রুপের সর্বশেষ কয়লাচালিত বিদ্যুত কেন্দ্র। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বিদ্যুত পাঠানোই তাদের মূল উদ্দেশ্য। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান। বেন সমি ও মাইকেল সাফি’র লেখা প্রতিবেদনে আরো বলা হয়, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ১৬০০ মেগাওয়াটের বিদ্যুত কেন্দ্র প্রতিষ্ঠা করছে আদানি গ্রুপ। গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তারা প্রতিবেশী, বিশেষ করে বাংলাদেশীদের স্বার্থকে বড় করে দেখে কাজ করে যাচ্ছে। তবে এক্ষেত্রে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড অনেক বেশি শুল্ক ধার্য করেছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।
বলা হচ্ছে, ভারতে বর্তমানে সৌর ও বায়ুচালিত বিদ্যুতের যে দাম সেই দাম বাংলাদেশ তার দ্বিগুন শুল্ক দাবি করছে। সমতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিটি গ্রুপের সাবেক প্রধান ও বর্তমানে ইন্সটিটিউট ফর এনার্জি ইকোনোমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল এনালাইসিসের বিশ্লেষক টিম বাকলি বলেছেন, গোড়া বিদ্যুত কেন্দ্র নির্মাণে আদানি গ্রুপের অধিকতর যৌক্তিক কারণ আছে। কুইন্সল্যান্ডে কারমাইকেল মেগামাইন পাঠানোর প্রস্তাবের দিকে তাদের দৃষ্টি রয়েছে। কারমাইকেল খাতে বিনিয়োগের জন্য আদানি গ্রুপের কাছে দুটি ডেডলাইন এসেছিল এবং তা চলেও গেছে। তবে এ বিষয়ে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেয় নি আদানি গ্রুপ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর