× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কম্বোডিয়াকে ২০ গোলে হারানোর পর মালয়েশিয়ার সঙ্গে হারলো বাংলাদেশের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার

সিঙ্গাপুর ও কম্বোডিয়াকে হারানোর পর যুব অলিম্পিক হকির বাছাই পর্বের তৃতীয় ম্যাচে হেরে  গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে ব্যাংককের টার্ফে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও বাংলাদেশ হেরেছে ৭-৪ গোলে। এর আগে কম্বোডিয়াকে ২০-০ গোলে বিধস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
প্রথমার্ধের তৃতীয় মিনিটেই শফিউল আলম শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ১০ ও ১২ মিনিটে মালয়েশিয়া ২ গোল করে এগিয়ে যায়। মাঝে অবশ্য শাওন ২-২-এ সমতা আনেন। ১২ মিনিটে মালয়েশিয়া আবারও এগিয়ে যায়। মিনিট দুয়েক পর শাওন আবারও লক্ষ্যভেদ করলে ম্যাচে আসে ৩-৩ সমতা। মোহাম্মদ আনোয়ার দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে ব্যবধান ৪-৩ করে  গোপিনাথনের দলকে  পেছনে  ফেলে  দেন।  মোহাম্মদ রুশদি ২৬ মিনিটে ৫-৩ ব্যবধান গড়ে মালয়েশিয়াকে আরও এগিয়ে  নেন।
পরের মিনিটেই রুশদি আবার জাল খুঁজে পেলে আরও পিছিয়ে যায় বাংলাদেশ। ২৮ মিনিটে  সোহানুর রহমান সবুজ ব্যবধান কমালে স্কোর দাঁড়ায় ৬-৪। তবে ২৯ মিনিটে রুশদি হ্যাটট্রিক করে মালয়েশিয়াকে এনে দেন ৭-৪ গোলের জয়।
এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ১০-৪ ব্যবধানে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সেই ধারা ধরে রাখে বাংলাদেশ। কম্বোডিয়াকে হারায় ২০-০ গোলের বড় ব্যবধানে। এদিন ম্যাচের প্রথম ১০ মিনিটেই ৯ গোল করে বাংলাদেশ। দ্বিতীয় পর্বে আরও ৪ গোল করে বড় জয়ের ইঙ্গিত দেয় দলটি। আর শেষ পর্বে ১০ মিনিটে আরও ৭ গোল করে প্রতিপক্ষকে ২০-০ গোলে ভাসিয়ে দেন শফিউল-রাকিবুলরা। বাংলাদেশের হয়ে একাই ৭ গোল করেন শফিউল আলম। ৪ গোল করেন রাকিবুল হাসান। এছাড়া সারোয়ার শাওন ৩টি, আবেদ উদ্দিন ও প্রিন্স দুটি করে গোল করেন। মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ মহসিন বাকি দুই গোলদাতা।
তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে তৃতীয় স্থানে বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশের দুটি ম্যাচ। প্রথমে মুখোমুখি হবে চাইনিজ তাইপের, এরপর  খেলবে পাকিস্তানের বিপক্ষে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর