× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাস্কায় রুশ বোমারু বিমান রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) মে ১৩, ২০১৮, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

আলাস্কা উপকূলে দু’টি রুশ বোমারু বিমান রুখে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, শুক্রবার রাশিয়ার বোমারু বিমান দুইটি আলাস্কার উপকূলে প্রবেশ করে। এ সময় সেগুলো রুখে দেয় মার্কিন যুদ্ধ বিমান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, মার্কিন বাহিনীর দাবি, তু-৯৫ মডেলের দুইটি রুশ বোমারু বিমান আলাস্কা উপকূলের কাছে বেরিং সাগরের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের ২০০ মাইল ভেতরে প্রবেশ করে। উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা কমান্ডের মুখপাত্র মেজর অ্যান্ড্রু হেনেসি বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে এগুলো আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ে। বিমান দু’টি যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় প্রবেশের পূর্বেই রুখে দেয় মার্কিন বাহিনীর এফ-২২ যুদ্ধ বিমান। শনিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তু-৯৫ ও তু-১৪২ মডেলের দুইটি রুশ বিমানকে আন্তর্জাতিক আকাশসীমায় প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ করে রাখে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান।
তবে দু’দেশের বিমানের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। মার্কিন যুদ্ধবিমানগুলো রুশ বিমান থেকে অন্তত ১০০ মিটার দূরে ছিল। এর আগে চলতি মাসের শুরুতে বাল্টিক সাগরে মার্কিন নৌবাহিনীর পর্যবেক্ষণ কক্ষের কাছ দিয়ে যুদ্ধ বিমান উড়িয়েছে রাশিয়া।
উল্লেখ্য, পূর্বে আলাস্কা রাশিয়ার অধীনে ছিল। পরে ১৮৬৭ সালে ৭২ লাখ মার্কিন ডলারে রাশিয়ার কাছ থেকে অঞ্চলটি কিনে নেয় যুক্তরাষ্ট্র। ১৯৫৯ সালে অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর