× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কেসিসি নির্বাচনে সাংবাদিকদের জন্য ৭ নির্দেশনা ইসির

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) মে ১৫, ২০১৮, মঙ্গলবার, ১১:১৩ পূর্বাহ্ন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহ ও প্রচারে গণমাধ্যমকর্মীদের জন্য সাত দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসির সাত নির্দেশনার মধ্যে রয়েছে- ইসির পক্ষ পাওয়া বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করবেন। কোনোভাবেই ভোটদানের গোপন কক্ষে প্রবেশ বা বুথের ছবি ও ভিডিও ধারণ করা যাবে না। কেন্দ্রের ভেতরের কার্যক্রম ব্যাহত হয় এমন সব কাজও তারা করবেন না। সংবাদকর্মীদের সতর্ক করে ইসি বলেছে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। কোনো নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না। সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
ভোট অনুষ্ঠানে সহায়তার জন্যে সংবিধান, নির্বাচনী আইন ও বিধি মেনে চলবেন তারা। ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান গতকাল সোমবার এ বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করে একটি  চিঠিও পাঠিয়েছেন। সব মিলিয়ে হাজারখানেক গণমাধ্যকর্মী এবার খুলনা সিটি নির্বাচনের সংবাদ সংগ্রহ করছেন। ভোটের আগেই নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তারা পরিচয়পত্র সংগ্রহ করেছেন।
[কাফি]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর