× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অল্প সময়ে অভিযুক্ত হবেন নাজিব রাজাক

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) মে ১৫, ২০১৮, মঙ্গলবার, ৪:৫০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে শক্তিশালী মামলা হচ্ছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে অভিযুক্ত করা হতে পারে। এমন কথা বলেছেন ৯২ বছর বয়সে ক্ষমতায় আসা নতুন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। এ খবর দিয়েছে স্টার অনলাইন। মাহাথির মঙ্গলবার বলেছেন, তিনি দৃঢ় আস্থাশীল যে, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শক্তিশালী একটি মামলা করতে সক্ষম হবেন প্রসিকিউটররা। এর আওতায় থাকবে রাষ্ট্রীয় তহবিল ‘১এমডিবি’র অর্থ আত্মসাত। তিনি টোকিওতে ওয়াল স্ট্রিট জার্নাল সিইও কাউন্সিল মিটিংয়ে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। মাহাথির বলেন, আমরা আস্তে আস্তে সব কিছুর গোড়ায় যাচ্ছি।
আমাদের সিনিয়র কর্মকর্তাদের অনেকেই স্বেচ্ছায় আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই তারা আমাদেরকে ডকুমেন্ট সরবরাহ দিয়ে যাচ্ছেন। আমি মনে করি, অল্প সময়ের মধ্যেই আমরা তার বিরুদ্ধে একটি মামলা করতে পারবো। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে পারবো। মাহাথির এ সময় আরো বলেন, নাজিব রাজাকের বিরুদ্ধে তদন্তে তারা জনগণের আস্থার বিষয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, যদি ‘১এমডিবি’ তহবিল থেকে আত্মসাত করা অর্থ উদ্ধার করা যায় তাহলে নাজিবকে ছাড় দেয়া হবে কিনা। জবাবে মাহাথির বলেন, ‘নো ডিল’ অর্থাৎ কোনো সমঝোতা হবে না। উল্লেখ্য, নির্বাচনের পরে গত ১২ই মে শনিবার নাজিব রাজাকের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে ব্যক্তিগতভাবে তাতে বাধা সৃষ্টি করেন মাহাথির। ৯ই মে ঐতিহাসিক নির্বাচনে প্রথমবারের মতো পরাস্ত হয় বারিশান ন্যাশনাল জোটের সরকার। ৬১ বছরের ইতিহাসে প্রথমবার বিপর্যয় সৃষ্টি করে ক্ষমতার মালিক হন মাহাথির। এরপর শপথ নেন তিনি। জেল থেকে সাবেক প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে মুক্তির উদ্যোগ নেন। আজ বুধবার আনোয়ার ইব্রাহিম মুক্তি পেতে পারেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর