× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলায় আবার শুরু হচ্ছে ‘কে হবে কোটিপতি’

বিনোদন

কলকাতা প্রতিনিধি
১৭ মে ২০১৮, বৃহস্পতিবার

ব্রিটিশ রিয়্যালিটি শো ‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নেয়ার’-এর আদলে হিন্দীতে শুরু হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় তা বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আর সেই অনুষ্ঠানের ফরম্যাট মেনেই ফের বাংলায় শুরু হচ্ছে ‘কে হবে বাংলার কোটিপতি’। অবশ্য কয়েকবছর আগে মহুয়া বাংলা এই অনুষ্ঠানটি প্রচার করেছিল। পরে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় তা আর পরে হয়নি। এবার একই প্রযোজকের তত্ত্বাবধানে কালার্স বাংলায় ফের চালু হচ্ছে ‘কে হবে বাংলার কোটিপতি’। তবে এই পর্বে সঞ্চালনাল দায়িত্ব পালন করবেন কি তা নিয়ে চলছে নানা গুঞ্জন। আগেরবার সৌরভ গঙ্গোপাধ্রায় সঞ্চালনার দায়িত্ব পালন করেছিলেন।
তবে এবার শোনা যাচ্ছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্রায়কে প্রস্তাব দেওয়া হযেছে এই কাজের দায়িত্ব নিতে। তবে তিনি বলেছেন, আমি এখনই কিছু বলতে পারব না। ছোট পর্দায় এর আগে প্রসেনজিৎ ‘বাংলার সেরা পরিবার’ রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন। চ্যানেল সুত্রের খবর, গত বারের মতো এবারও আমজনতার পাশাপাশি খেলতে আসবেন বেশ কিছু সেলেব্রিটিও। আর টিজার থেকে সেট, খেলার পদ্ধতি থেকে আবহসঙ্গীত পুরোটাই হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আদলে। কয়েক দিনের মধ্যেই শুরু হবে অডিশন। জুলাই থেকে ‘কে হবে বাংলার কোটিপতি’-র সম্প্রচারের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর