× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৮, বৃহস্পতিবার

আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন গোলরক্ষক সার্জিও রোমেরো। গতকাল এক বিবৃতিতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, সার্জিও রোমেরোকে এবারের বিশ্বকাপের ২৩ সদস্যের দল থেকে বাদ দেয়া হয়েছে। তার ডান হাঁটুতে চোট ধরা পড়েছে এবং তার সার্জারি লাগবে। ৩১ বছর বয়সী রোমেরোর পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন মেক্সিকান ক্লাব টাইগার্সের গোলরক্ষক নাহুয়েল গুজম্যান। ২০১৪তে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ৬ ম্যাচ খেলেন ৩২ বছর বয়সী এ গোলরক্ষক। অন্যদিকে ২০০৯-এ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ৯৪টি ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইেটেডের গোলরক্ষক রোমেরো। যা আর্জেন্টিনার ইতিহাসের সপ্তম সর্বাধিক ও গোলরক্ষক হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। এর আগে ২০১০’র দক্ষিণ আফ্রিকা ও ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের গোলপোস্ট সামলান রোমেরো।
২০১৪ বিশ্বকাপে গোলপোস্টের নিছে দারুণ দক্ষতার পরিচয় দেন তিনি। আসরের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলের জয় এনে দেন রোমেরো। যদিও ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয় আর্জেন্টাইনরা। গত ২১শে মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। এ দলে রোমেরোসহ গোলরক্ষক ছিলেন তিনজন। বাকি দুজন উইলফ্রেড কাবায়েরো এবং ফ্রাঙ্কো আরমানি। দুজনই অনভিজ্ঞ। কাবায়েরো মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আরমানির তো এখনো অভিষেকই হয়নি। আগামী ১৬ই জুন এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর