× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মেডিকেল অফিসারবিহীন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

বাংলারজমিন

নাজমুল হুদা সরকার, নন্দীগ্রাম (বগুড়া) থেকে
২৬ মে ২০১৮, শনিবার

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শূন্য থাকার কারণে চিকিৎসা সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। নন্দীগ্রাম উপজেলা সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার দূরে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুলে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতাল। নন্দীগ্রাম, কাহালু ও শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বিজরুলে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে আসছে। বিশেষ করে হতদরিদ্র সাধারণ মানুষ সেখানে সবচেয়ে বেশি চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ৪ জন মেডিকেল অফিসার প্রয়োজন রয়েছে। কিন্তু বর্তমানে ১ জন মেডিকেল অফিসারও নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, আরএমও ডা. জালাল উদ্দিন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এনামুল হক ও ডা. শামীম আরা।
চিকিৎসা সেবা প্রদানে ৪ জন মেডিকেল অফিসার সংকট থাকার কারণে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, আরএমও ডা. জালাল উদ্দিন চিকিৎসা সেবা প্রদান করতে হিমশিম খাচ্ছে। এছাড় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারদের এনে চিকিৎসা প্রদান করা হয়। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডলের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমরা সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে আন্তরিক রয়েছি। কিন্তু মেডিকেল অফিসার সংকট থাকার কারণে আমাদের চিকিৎসা সেবা প্রদানে অনেকটা সমস্যা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। মেডিকেল অফিসার যোগদান করলে আমাদের চিকিৎসা সেবা প্রদানে অনেকটা সুবিধা হবে। ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকার হতদরিদ্র সাধারণ মানুষ বেশি চিকিৎসা সেবা গ্রহণ করতে আসে। এখানে নিয়মিত রোগী ভর্তি হয়। তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল অফিসার প্রয়োজন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর