× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নায়িকা ধর্ষণের দায়ে অভিযুক্ত হারভে, ১০ লাখ ডলারে জামিন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) মে ২৬, ২০১৮, শনিবার, ১২:১৯ অপরাহ্ন

নায়িকাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন হলিউড মুঘল বলে পরিচিত প্রযোজক হারভে উইন্সটেন। তাকে দু’দফা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দু’জন নারীকে এক দফা যৌন নিপীড়ন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তবে শেষোক্ত এই নারী দু’জনের পরিচয় প্রকাশ করা হয় নি। শেষে ১০ লাখ ডলারের বিনিময়ে পেয়েছেন জামিন। শুক্রবার সকালে তিনি তিনটি বই হাতে নিয়ে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটানে উপস্থিত হন। তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে হ্যান্ডকাপ পরানো হয়। তারপর নিয়ে যাওয়া হয় আদালতে।
তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন নায়িকা রোজ ম্যাকগোয়ান। তিনি বলেছিলেন, হারভে তাকে ধর্ষণ করেছেন। তবে হারভের জবাব তাদের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয়েছে তা উভয়ের সম্মতিতে হয়েছে। বেশ কয়েক মাস হারভের বিরুদ্ধে এমন বহু অভিযোগ তুলেছেন অভিনেত্রী, মডেল, অধীনস্ত কর্মী। এ অভিযোগে তিনি শুক্রবার নিউ ইয়র্কে আদালতে আত্মসমর্পণ করেন। সেখানে তাকে অভিযুক্ত করার পর তিনি জিপিএস পরতে রাজি হন। একই সঙ্গে তার পাসপোর্ট সমর্পণ করতেও সম্মত হন। ওদিকে তার বিরুদ্ধে যে নায়িকা রোজ ম্যাকগোয়ান ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি বলেছেন, এটা তার বেঁচে থাকার সময়ে বিস্ময়কর দিন। কারণ, তিনি অপরাধীকে কাঠগড়ায় দাঁড়াতে এবং অপরাধের বিচার পেতে দেখতে পাচ্ছেন। রোজ ম্যাকগোয়ান বলেছেন, এটা তার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। ক্ষমতার অপব্যবহার করে যারা তাদের মুখের ওপর চপেটাঘাতের মতো। তবে এটা হলো সবেমাত্র শুরু। যদি আমরা এর শেষ দেখতে পাই তাহলে আমি আশা করি আমরা বিজয়ী হবো। উল্লেখ্য, হহারভের বিরুদ্ধে ৭০ জনেরও বেশি নারী হয়তো ধর্ষণ না হয় যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। এর ফলে শুরু হয় হ্যাসট্যাগ মি টু আন্দোলন। এ আন্দোলন দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নারীরা প্রকাশ্যে মুখ খুলতে থাকেন। তারা বলেন, কিভাবে তারা বিভিন্ন পদক্ষেপে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। শুক্রবার আদালতে সংক্ষিপ্ত সময়ের জন্য শুনানি হয়। এ সময় প্রসিকিউটর হোয়ান ইলুজ্জি বলেন, সাবেক এই হলিউড স্টুডিও বস তার পদ , অর্থ ও ক্ষমতা ব্যবহার করেছেন। তা করে তিনি যুবতীদেরকে প্রলোভিত করেছেন। তারপর সব কিছু লঙ্ঘন করে তিনি তাদের কাছ থেকে যৌন সুবিধা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ সময় হারভে উইন্সটেনকে কিছুটা ম্লান দেখাচ্ছিল। তিনি চারদিকে তাকাচ্ছিলেন। শেষে মামলার শুনানি আগামী ৩০ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওদিকে আদালতের বাইরে হারভের আইনজীবী বেন ব্রাফম্যান সাংবাদিকদের বলেছেন, তার মক্কেল নির্দোষ দাবি করবেন। তিনি আরো বলেন, আমরা দ্রুতই এই সব অভিযোগ ডিশমিস করে দেবো। আমরা বিশ্বাস করি অভিযোগগুলো ভুয়া। অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর