× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন যারা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৮, শনিবার

১৯ দিন পর রাশিয়ায় বসবে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। এর আগের ২০ আসরে অনেক ম্যাচেই ফরোয়ার্ড ও মিডফিল্ডারদের ছাপিয়ে দলের জয়ের নায়ক হয়েছেন অনেক গোলরক্ষক। তবে টুর্নামেন্ট জুৃড়ে সেরা নৈপুন্য দেখানোর পরেও তারা পেতেন না কোন পুরস্কারের খেতাব। প্রথম বিশ্বকাপ থেকেই সেরা গোলরক্ষক নির্বাচনের শুরু হলেও পুরস্কারটা দেয়া হয় ১৯৯৪’র আসর থেকে। এর আগে ১৯৮২ বিশ্বকাপ থেকে সেরা গোলদাতা (গোল্ডেন বুট) এবং সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) দেয়ার প্রচলন হলেও তখনও ছিলনা গোলরক্ষকদের জন্য কোন স্বীকৃতি। রাশিয়ার বিখ্যাত গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে ১৯৯৪’র যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে শুরু হয় সেরা গোলরক্ষকের পুরস্কার ‘লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড’। প্রথমবারেই এ পুরস্কার জিতেছিলেন বেলজিয়ান গোলরক্ষক মাইকেল প্রেডহোম। পরে অবশ্য ২০১০’র দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে পরিবর্তন হয় এ পুরস্কারের নাম।
এ পুরস্কারের নাম দেয়া হয় গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। গত ব্রাজিল বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাাভস অ্যাওয়ার্ড’ জিতেছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। এখন পর্যন্ত যে ছয়বার দেয়া হয়েছে গোল্ডেন গ্লাাভস পুরস্কার। তার মধ্যে বিশ্বকাপ বিজয়ী দলের চার গোলরক্ষকই জিতেন এ পুরস্কার । তবে কপাল পুড়েছে প্রেডহোম ও ২০০২ আসরের সেরা গোলরক্ষক অলিভার কানের। ১৯৯৪’র আসরে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল বেলজিয়াম, তাই কষ্টটা কম প্রেডহোমের। কিন্তু ২০০২ বিশ্বকাপে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানের জার্মানিকে।
 
বিশ্বকাপের গোল্ডেন গ্লাাভস বিজয়ী গোলরক্ষকরা:
 
১৯৯৪ বিশ্বকাপ: মাইকেল প্রেডহোম (বেলজিয়াম)
 
১৯৯৮ বিশ্বকাপ: ফাবিয়েন বারথেজ (ফ্রান্স)
 
২০০২ বিশ্বকাপ: অলিভার কান (জার্মানি)
 
২০০৬ বিশ্বকাপ: জিয়ানলুইজি বুফন (ইতালি)
 
২০১০ বিশ্বকাপ: ইকার ক্যাসিয়াস (স্পেন)
 
২০১৪ বিশ্বকাপ: ম্যানুয়েল ন্যয়ার (জার্মানি)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর