× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জার্সির জন্য হিগুয়াইন আগুয়েরোর কুস্তি!

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৮, রবিবার

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়রা কে কোন জার্সি পরে খেলবেন? আসরের জন্য খেলোয়াড়দের যথারীতি জার্সি নম্বর নির্ধারণ করে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএফ)। বরাবরের মতোই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে, দুই স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও সার্জিও আগুয়েরোকে নিয়ে বাঁধে বিপত্তি। উভয়েই ফেডারেশনের কাছে ৯ নম্বর জার্সির জন্য আবদার করেন। আর সমস্যার সমাধানে আর্জেন্টিনার থিঙ্ক ট্যাংক নেয় অভিনব সিদ্ধান্ত। আর্জেন্টিনার অনুশীলনে আগুয়েরো এবং হিগুয়াইনের মধ্যে এক কুস্তি খেলার আয়োজন করা হয়। কুস্তিতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরোকে হারিয়ে ৯ নম্বর জার্সি আদায় করেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ফরোয়ার্ড হিগুয়াইন। বিশ্বকাপে আগুয়েরো খেলবেন ১৯ নম্বর জার্সি পরে।
জুভেন্টাসের অপর ফরোয়ার্ড পাওলো দিবালা পেয়েছেন ২১, সেভিয়ার মিডফিল্ড তারকা এভার বানেগা ৭ এবং প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) উইংগার অ্যাঙ্গেল ডি মারিয়া পেয়েছেন ১১ নম্বর জার্সি। ফুটবলে নম্বর অঙ্কিত জার্সি পরে খেলার প্রবর্তন হয় ১৯৫৪’র সুইজারল্যান্ড বিশ্বকাপে। আর যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপে প্রথমবার নিজের নাম লেখা জার্সি গায়ে খেলতে নামেন খেলোয়াড়রা। টানা তৃতীয় বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন সেরা তারকা লিওনেল মেসি।
আর্জেন্টিনা দল

১। গুজম্যান, ২। মার্কাদো, ৩। তালিয়াফিকো, ৪। আনসালদি, ৫। বিলিয়া, ৬। ফাজিও, ৭। বানেগা, ৮। আকুনিয়া, ৯। হিগুয়াইন, ১০। মেসি, ১১। ডি মারিয়া, ১২। আরমানি, ১৩। মেজা, ১৪। মাসেরানো, ১৫। লানজিনি, ১৬। মার্কস রোহো, ১৭। ওটামেন্ডি, ১৮। সালভি, ১৯। আগুয়েরো, ২০। লো সেলসো, ২১। দিবালা, ২২। পাভন, ২৩। কাবায়েরো
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর