× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

আরএসএসের অনুষ্ঠানে প্রণব প্রধান অতিথি, ভারতজুড়ে বিতর্ক

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) মে ৩১, ২০১৮, বৃহস্পতিবার, ১২:৪৭ অপরাহ্ন

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখন শুধুই 'সিটিজেন মুখার্জি' (টুইটারে এই নামেই তিনি পরিচিত)। সাবেক রাষ্ট্রপতি সচেতনভাবেই দীর্ঘদিন দলীয় রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে চলেছেন । কিন্তু এটাও ঠিক যে, দীর্ঘ অর্ধ শতাব্দীর রাজনৈতিক জীবনে তিনি পোড়খাওয়া কংগ্রেসি বলেই পরিচিত। অনেক সময়ই কংগ্রেসের মধ্যে ত্রাতার ভ’মিকাতেও তাঁকে দেখা গেছে। তাঁর পুত্র কন্যারা এখনও কংগ্রেসের রাজনীতিতে। কিন্তু এহেন মানুষটি হঠাৎ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের(আরএসএস) প্রচারকদের সমাবর্তনে প্রধান অতিথির আমন্ত্রণ গ্রহন করেছেন কেন তা নিয়ে ভারত জুড়ে প্রবল আলোড়ন তৈরি হযেছে। আগামী ৭ জুন নাগপুরেএই সফর নিয়ে উল্লসিত বিজেপি। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সঙ্ঘের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির নাম ছাপিয়ে দেওয়া হয়েছে।
ফলে নাগপুরে তাঁর যাওয়া নিয়ে সংশয় নেই। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর বক্তব্য, প্রণববাবু নাগপুরে যাচ্ছেন, এটা সুখবর। আরএসএস তো পাকিস্তানের সংগঠন নয়!’’ বিজেপির আর এক নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, প্রণববাবু অবসরপ্রাপ্ত, রাজনীতিতে নেই। আরএসএস যদি আমন্ত্রণ জানায়, কেনই বা ফেরাবেন? তবে স্তম্ভিত কংগ্রেস শিবির। অনেক কংগ্রেস নেতাই এ ব্যাপারে প্রকাশ্যে প্রণববাবুর সমালোচনা করেছেন। প্রবীণ কংগ্রেস নেতা সিকে জাফরসাবেক সহকর্মী প্রণববাবুকে ইতিমধ্যে একটি চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে তিনি প্রণববাবুকে সরাসরি নিমন্ত্রণ প্রত্যাখ্যান করার অনুরোধ জানিয়েছেন। তবে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি আবার আস্থা রেখেছেন 'চাণক্য'র রাজনৈতিক অতীত ও বিচারবুদ্ধির উপর। তিনি বলেছেন, একটা সমাবর্তনে বক্তৃতা দেওয়া থেকে তাঁর বিশ্বাস সম্পর্কে কিছু আঁচ করা যায় না। বরং তাঁর অর্ধশতকের রাজনৈতিক জীবন থেকেই তাঁকে বিচার করা উচিত। ২০১০ সালে কংগ্রেসে এআইসিসি অধিবেশনে প্রণববাবুই দেশের প্রজাতান্ত্রিক কাঠামোয় আরএসএস-এর মতো মৌলবাদী সংগঠনের আঘাত হানার চেষ্টাকে তীব্র আক্রমণ করে খসড়া তৈরি করেছিলেন। তাই অনেকে মনে করছেন, ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন প্রণববাবু । অবশ্য গত কয়েক বছরে প্রণববাবুর কাছে নিয়মিত আসতেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরেও বার চারেক তাঁর বাসভবনে এসেছেন। আবার কীর্ণাহারের বাড়ির দুর্গাপুজোতেও প্রণববাবু নিয়মিত আএসএস নেতাদের নিমন্ত্রন করেছেন। তবে হঠাৎ করে একেবারে নাগপুরে গিয়ে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়ে গুঞ্জরিত হচ্ছে নানা মেরুকরন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর