× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

স্পেন নয়, মেসির হাতে কাপ দেখতে চান বার্তোমেউ

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০১৮, মঙ্গলবার

রাশিয়া বিশ্বকাপে নিজের সমর্থনের কথা জানিয়েছেন এফসি বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। নিজ দেশ স্পেন নয়, বার্সা তারকা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান তিনি। বার্তোমেউর জন্ম স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায়। স্পেন থেকে স্বাধীনতার দাবিতে গত বছরের শেষদিকে উত্তাল ছিল কাতালোনিয়া। এই ইস্যুটিতে আলোচনা সমালোচনা কম হয়নি। স্বাধীনতার ঘোষণা দিলে রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন জারি করে কাতালোনিয়ার নেতাদের গ্রেপ্তার করা হয়। কাতালোনিয়ার প্রধানমন্ত্রী কার্লেস পুজদেমনকে বরখাস্ত করে স্পেন সরকার। সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলাও কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে সমর্থন দেন।
আসন্ন বিশ্বকাপে মেসিকে সমর্থন করলেও স্পেনের বিরুদ্ধে কিছু বলেননি বার্তোমেউ। তিনি বলেন, ‘আমি আশা করছি মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। অধরা বিশ্বকাপ জিতে সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে।’ ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। গত আসরে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান মেসি। সেই শৈশব থেকে বার্সায় বেড়ে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যেকোনো মূল্যেই যে বিশ্বকাপটা চান মেসি। বার্সার ট্রফির বিনিময়ে হলেও। স্পেনের নাগরিকত্ব থাকার সুবাদে স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও আকাশী-নীল জার্সির বাইরে কিছু চিন্তা করেননি মেসি। বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারের বার্সার হয়ে সম্ভাব্য সব কিছুই জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার)। ক্লাবের সেরা তারকার প্রতি ভালোবাসা থেকেই হয়তো মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বার্তোমেউ। ফর্ম আর বয়স বিবেচনায় ত্রিশ বছর বয়সী মেসির বিশ্বকাপ জেতার এটাই যে ‘শেষ সুযোগ’। রাশিয়ায় উড়াল দেয়ার আগে এখন বার্সার অনুশীলন মাঠে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আর্জেন্টিনা। আগামী ৯ই জুন জেরুজালেমে ইসরাইলের বিপক্ষে আলবিসেলেস্তেদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা। মস্কোতে ১৬ই জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে দুইবারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর