× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

দ্রুত সেরে উঠছেন সালাহ

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০১৮, মঙ্গলবার

বিশ্বকাপ সামনে রেখে দ্রুত ইনজুরি কাটিয়ে উঠছেন মোহাম্মদ সালাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সুখবর দেন মিশরি তারকা। নিজের অফিসিয়াল টুইটার পেজে বাম কাঁধের ফিটনেস নিয়ে কাজ করার একটি ছবি পোস্ট করেন সালাহ। ক্যাপশনে লেখেন, ‘ভালো বোধ করছি’। গত মাসে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে কাঁধে চোট পান সালাহ। প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়েন তিনি। তখন ম্যাচে গোলশূন্য সমতা। শেষ পর্যন্ত সালাহর লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ।
তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপে খেলার ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। বলেন, ‘অমি যোদ্ধা। ইনজুরি সত্ত্বেও আপনাদের গর্বিত করতে রাশিয়ায় থাকা নিয়ে আমি আত্মবিশ্বাসী।’ চিকিৎসার জন্য পরে স্পেনে যান সালাহ। গত ৩০ই মে ভ্যালেন্সিয়ায় তার সঙ্গে দেখা করেন মিশর
ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) সভাপতি হানি আবু রেদা, কোচ হেক্টর কুপার ও জাতীয় দলের ডাক্তার মোহাম্মদ আবু এল এলা। ইএফএ’র পক্ষ থেকে বলা হয়, গ্রুপ-পর্বেই দেখা যাবে সালাহকে। পুরোপুরি সেরে উঠতে তিন সপ্তাহের বেশি সময় লাগবে না বলে নিশ্চিত করেন আবু এল এলা। সালাহ প্রত্যাশার চেয়ে দ্রুত মাঠে ফিরতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! আগামী ১৫ই জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে মিশর। চারদিন পর দ্বিতীয় ম্যাচ স্বাগতিক রাশিয়ার বিপক্ষে। এ সময়ের মধ্যে যদি সালাহ তৈরি হতে নাও পারেন ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে খেলবেন। ২৫ই হুন সৌদি আরবকে মোকাবিলা করবে। ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে নামছে উত্তর আফ্রিকার দেশটি। মিশর দলের ভরসার প্রতীক লিভাপুলের হয়ে ইউরোপ মাতানো সালাহ। জাতীয় দলের জার্সিতে ৫৭ ম্যাচে ৩৩ গোল করেন তিনি। সবশেষ মৌসুমে লিভারপুলের হয়ে ৫২ ম্যাচে প্রতিপক্ষের জালে ৪৪ বার বল পাঠান তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের এক মৌসুমে সর্বোচ্চ ৩২ গোলের রেকর্ডও গড়েন মোহাম্মদ সালাহ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর