× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রোনালদোর চেয়ে বেশি আয় মেসির

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০১৮, বৃহস্পতিবার

বিশ্বকাপ সামনে রেখে অন্য এক লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে টেক্কা দিলেন লিওনেল মেসি। গত দুই বছর বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকার প্রথম স্থানে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সিংহাসন হারিয়েছেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ স্ট্রাইকার। আর সর্বশেষ তালিকায় রোনালদোকে টেক্কা দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। প্রত্যেক বছরই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী। তাদের তালিকায় থাকেন বিশ্বসেরা ক্রীড়াবিদরাও। গত দুই বছর বিশ্বের ধনী ক্রীড়াবিদের তালিকায় প্রথম স্থানের মর্যাদা ছিল রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর। এফসি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির অবস্থান ছিল একবার দ্বিতীয়, আরেকবার তৃতীয়।
তবে  এ বছরের তালিকায় রোনালদোকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২০১৮ সালের প্রকাশিত তালিকায় মেসি আছে দ্বিতীয় স্থানে, আর দুই ধাপ পিছিয়ে রোনালদোর অবস্থান তৃতীয়। তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছেন মার্কিন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার। এই নিয়ে গত সাত বছরে চারবারই তালিকার একনম্বরে স্থান পেলেন যুক্তরাষ্ট্রের এ বক্সার । বিভিন্ন পণ্যের প্রচার ও খেলার পারিশ্রমিক মিলিয়ে মেওয়েদারের এবছর মোট আয়ের পরিমাণ ২৮৫ মিলিয়ন ডলার। এ বছর মেসির আয় বেড়েছে প্রায় ৩১ মিলিয়ন ডলার। তালিকার  দ্বিতীয় স্থানে মেসির আয় ১১১ মিলিয়ন। মেসির মতো অতটা না হলেও আয় বেড়েছে  রোনালদোরও।
১৫ মিলিয়ন ডলার বেড়ে এ বছর রোনালদোর মোট আয়  ১০৮ মিলিয়ন ডলার।  ফোর্বসের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বর্তমান সময়ে মিক্স-মার্শাল আর্টের রাজা কনর ম্যাকগ্রেগর। ৯৯ মিলিয়ন ডলারের সম্পত্তি  ম্যাকগ্রেগরের। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আছেন পঞ্চম স্থানে।
এ বছর ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) এ ফরোয়ার্ডের আয়ের পরিমাণ প্রায় ৯০ মিলিয়ন ডলার। তালিকার সেরা ১০০ জনের মধ্যে ক্রিকেটার রয়েছেন একজনই। ২৪ মিলিয়ন ডলার আয় নিয়ে এই তালিকার ৮৩তম স্থানে আছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। এবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোস। এবছর বেজোসের আয়ের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার। এতে তিনি পেছনে ফেলেছেন মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটসকে। গত ২৪ বছরের মধ্যে ১৮ বারই তালিকার শীর্ষে থাকা বিল গেটস এবার চলে গেছেন দ্বিতীয় স্থানে। বিল গেটসের আয়ের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার।
সবচেয়ে বেশি আয় (মিলিয়ন ডলার)
খেলোয়াড়     আয়     বেতন-বোনাস     বাণিজ্যিক     খেলা
ফ্লয়েড মেওয়েদার (যুক্তরাষ্ট্র)     ২৮৫     ২৭৫     ১০     বক্সিং
লিওনেল মেসি (আর্জেন্টিনা)     ১১১     ৮৪     ২৭     ফুটবল
রোনালদো (পর্তুগাল)     ১০৮     ৬১     ৪৭     ফুটবল
কনোর ম্যাকগ্রেগর (আয়ারল্যান্ড)     ৯৯     ৮৫     ১৪     মার্শাল আর্ট
নেইমার (ব্রাজিল)     ৯০     ৭৩     ১৭     ফুটবল
লেব্রন জেমস (যুক্তরাষ্ট্র)     ৮৫.৫     ৩৩.৫     ৫২     বাস্কেটবল
রজার ফেদেরার (সুইজারল্যান্ড)     ৭৭.২     ১২.২     ৬৫    টেনিস
স্টেফেন কারি (যুক্তরাষ্ট্র)     ৭৬.৯     ৩৪.৯     ৪২     বাস্কেটবল
ম্যাট রায়ান (যুক্তরাষ্ট্র)     ৬৭.৩     ৬২.৩     ৫     এনএফএল
ম্যাথিউ স্টাফোর্ড (যুক্তরাষ্ট্র)     ৫৯.৫     ৫৭.৫     ২     এনএফএল
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর