× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপের আগে কোন দল কোন অবস্থানে শীর্ষে জার্মানি, তিন ধাপ উন্নতি বাংলাদেশের

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৮ জুন ২০১৮, শুক্রবার

বিশ্বকাপ সামনে রেখে দলগুলোর প্রস্তুতি ম্যাচের ছাপ পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। শীর্ষ দশে দুইটি পরিবর্তন লক্ষণীয়। দুই ধাপ এগিয়ে আটে উঠে এসেছে পোল্যান্ড। দুই ধাপ অবনমনে দশে নেমে গেছে স্পেন। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে উন্মাদনার শেষ নেই। এর মাঝেই সুখবর বয়ে আনলো বাংলাদেশ দলের তিন ধাপ উন্নতির খবর। ১৯৪তম অবস্থানে শোভা পাচ্ছে বাংলাদেশের নাম। ২ রেটিং পয়েন্ট বেড়ে এখন ৩৫।
প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে হেরে (২-১) গেলেও জার্মানির অবস্থান অপরিবর্তিত। শীর্র্ষে থেকেই বিশ্বকাপে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা নেইমারের ব্রাজিলের চেয়ে রেটিং পয়েন্টে অনেক এগিয়ে জার্মানি। যথাক্রমে ১৫৫৮ ও ১৪৩১। আগের পঞ্চম স্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তিনে বেলজিয়াম ও চার নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ছয়ে সুইজারল্যান্ড ও সাতে ফ্রান্স। ৯-এ বাছাইপর্বে বিদায় নেয়া চিলি। মোট ৭৪টি ম্যাচ বিবেচনায় নিয়ে সবশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের দুই শক্তিশালী দল উরুগুয়ে ও ইংল্যান্ড র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে। এক ধাপ এগিয়ে  ডেনমার্কের সঙ্গে যৌথভাবে ১২তম স্থানে ইংল্যান্ড। তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে নাম লেখালো উরুগুয়ে। বিশ্বকাপে অংশ নেয়া অন্য দলগুলোর মধ্যে উন্নতি করেছে কোস্টারিকা (+২, ২৩তম) সেনেগাল (+১, ২৭), সার্বিয়া (+১, ৩৪), অস্ট্রেলিয়া (+৪, ৩৬), মরক্কো (+১, ৪১), মিশর (+১, ৪৫), দক্ষিণ কোরিয়া (+৪, ৫৭)। বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া চার ধাপ পিছিয়ে ৭০-এ নেমে গেছে। অবনমিত উল্লেখযোগ্য দলগুলো হলো ক্রোয়েশিয়া (-২, ২০তম), তিউনিসিয়া (-৭, ২১), সুইডেন (-১, ২৪), ইরান (-১, ৩৭), নাইজেরিয়া (-১, ৪৮), জাপান (-১, ৬১)। আর ব্রাজিল-আর্জেন্টিনার মতো অপরর্বিত অবস্থানে থেকে বিশ্বকাপে নামছে পেরু (১১), ডেনমার্ক (১২), মেক্সিকো (১৫), কলম্বিয়া (১৬), আইসল্যান্ড (২২), পানামা (৫৫)। আগামী ১৯শে পরবর্তী ফিফা র‌্যাঙ্কিং প্রকাশিত হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর