× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নেইমারের জন্য তিতেকে চায় রিয়াল মাদ্রিদ!

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৮, রবিবার

রিয়াল মাদ্রিদকে টানা তিনবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে হঠাৎ করেই কোচের পদ থেকে সরে দাঁড়ান জিনেদিন জিদান। রিয়ালের ডাগআউটে জিদানের যোগ্য উত্তরসূরি কে হবেন? জিদানের রেখে যাওয়া সাফল্য ধরে রাখতে তেমন কাউকেই খুঁজছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। টটেনহ্যামের মাউরিসিও পচেত্তিনো, লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ, চেলসির অ্যান্তোনি কন্তে, এমনকি জার্মানির কোচ জোয়াকিম লোর নাম এসেছে। এবার শোনা যাচ্ছে লিওনার্দো বাচ্চি তিতের নাম। হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্রাজিল কোচ তিতেকে মনে ধরেছে রিয়ালের। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লো’ এমন দাবিই করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ তিতের প্রতি রিয়ালের আগ্রহের পেছনে নেইমার ইস্যুটিকে বড় করে দেখছে।
নেইমারকে দলে ভেড়াতে রিয়ালের চেষ্টা বহুদিনের। এএস’র ইঙ্গিত বলছে ব্রাজিলিয়ান তারকাকে দলে টানতে তিতের সঙ্গে কোচের চুক্তি করার চেষ্টা চালাচ্ছে রিয়াল। গত বছর বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান নেইমার। তিতের অধীনে রাশিয়া বিশ্বকাপে শিরোপা মিশনে নামছে ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপ শেষে ব্রাজিলের সঙ্গে তিতের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এরই মধ্যে তাকে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি রগেইরো কাবোক্লো। কিন্তু ৫৭ বছর বয়সী তিতে কোনো সিদ্ধান্ত নেননি। বিশ্বকাপ শেষ হওয়ার আগে এ নিয়ে চিন্তা করতে চান না তিনি। এর জের ধরেই তিতের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর প্রকাশ করে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। তিতের এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ‘ও গ্লোবো’ পত্রিকা। কিন্তু তিতের সঙ্গে রিয়ালের যোগাযোগের ব্যাপারে কোনো কিছু খোলাসা করেননি তার এজেন্ট। রিয়ালের আগ্রহের কথা অস্বীকার যেমন করেননি আবার স্বীকারও করেননি। শুধু বলেছেন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না। ২০১৬ সালের জুনে ব্রাজিলের কোচের দায়িত্ব কাঁধে নেন তিতে। তখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ষষ্ঠ অবস্থানে ছিল সেলেকাওরা। তিতের ছোঁয়ায় ব্রাজিলের পারফরম্যান্স ঈর্ষণীয়। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে চার ম্যাচ হাতে রেখে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটে পঁাঁচবারের চ্যাম্পিয়নরা। বাছাইপর্বে ১৮ ম্যাচের মধ্যে ১২টিতেই জয় পায় ব্রাজিল। হার মাত্র এক ম্যাচে। বাকি পাঁচ ম্যাচ ড্র। এবার শিরোপা জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট তিতের ব্রাজিল। আগামী ১৭ই জুন সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। ‘ই’ গ্রুপের অপর দুই দল কোস্টারিকা ও সার্বিয়া। ক্লাব ফুটবলে সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়েই আন্তর্জাতিক কোচিংয়ে পা রাখেন তিতে। সেই ১৯৯০ সাল থেকে কোচিং পেশায় তিনি। ইন্টারনাসিওনালের হয়ে কোপা সুদামেরিকানা, করিন্থিয়ান্সকে কোপা লিবার্তাদোরেস ও ফিফা ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিতিয়েছেন বিশ্ব ফুটবলের আলোচিত কোচ তিতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর