× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ইএসপিএনের বিশ্বকাপ একাদশে মেসি-রোনালদো

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৮, রবিবার

ফুটবলবিশ্ব কখনোই একদলে খেলতে দেখেনি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। কিন্তু কল্পনা কিংবা কাগজ-কলমের একাদশে বহুবার একদলে থেকেছেন দুই মহাতারকা। বিশ্বকাপের আগে আরেকবার থাকলেন খেলাধুলা ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন’র সেরা একাদশে। ৪-১-২-৩ ফরম্যাটে তাদের সেরা দল সাজিয়েছে ইএসপিএন। আক্রমণে মেসি-রোনালদোর সতীর্থ হিসেবে থাকছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। মাঝমাঠে ইউরোপের আধিপত্য। জার্মানির মিডফিল্ডার টনি ক্রুসের পাশে থাকছেন ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কন্তে ও বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। চার ডিফেন্ডারের কেবল একজনই লাতিন আমেরিকান।
ব্রাজিলিয়ান লেফট-ব্যাক মার্সেলো। সেন্টার ব্যাকে স্পেন অধিনায়ক সার্জিও রামোস ও জার্মানির ম্যাট হিউম্যালস। রাইট ব্যাকে থাকছেন আরেক জার্মান জশুয়া কিমিচ। আর গোলবারে থাকবেন স্প্যানিশ গোলরক্ষক ডেভিড দি গেয়া। সেরা একাদশের কোচের দায়িত্বে থাকছেন জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ জেতানো কোচ জোয়াকিম লো।

ইএসপিএন সেরা একাদশ

গোলরক্ষক: ডেভিড দি গেয়া (স্পেন)।
ডিফেন্ডার: মার্সেলো (ব্রাজিল), সার্জিও রামোস (স্পেন), ম্যাট হিউম্যালস ও জশুয়া কিমিচ (জার্মানি)
মিডফিল্ডার: টনি ক্রুস (জার্মানি), এনগোলো কন্তে (ফ্রান্স), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), রবার্ট  লেভানদোস্কি (পোল্যান্ড), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
কোচ: জোয়াকিম লো (জার্মানি)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর