× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বকাপে বেশি বেতনের ১০ খেলোয়াড়

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৮, সোমবার

আর ২ দিন পরে রাশিয়ায় পর্দা উঠছে ২১তম বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বসেরা দল ও ফুটবলারদের পদচারণায় মুখরিত এখন রাশিয়া। এবারের আসরে মাঠ মাতাতে নামবেন বিশ্বের নামিধামী খেলোয়াড়রা। আসুন, টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেয়া যাক বিশ্বকাপে অংশ নেয়া বেশি আয়ের ১০ খেলোয়াড় নাম:
লিওনেল মেসি
এবারের বিশ্বকাপে অংশ নেয়া সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড় আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার এই প্রাণভোমরার সাপ্তাহিক বেতন ৫ লক্ষ পাউন্ড।
নেইমার
মেসির পরই রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নেইমারের সাপ্তাহিক বেতন ৪ লক্ষ ৪৫ হাজার পাউন্ড। রাশিয়ায় ব্রাজিলিয়ানদের ‘হেক্সা’ মিশনের প্রধান সারথি ২৬ বছর বয়সী নেইমার।
এটি তার দ্বিতীয় বিশ্বকাপ।
ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন এ তালিকায় তিন নম্বরে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ৩৩ বছর বয়সী রোনালদোর সাপ্তাহিক বেতন ৩ লক্ষ ৬৫ হাজার পাউন্ড। যদিও শোনা যাচ্ছে এ বেতনে সন্তুষ্ট নন তিনি।
মেসুত ওজিল
জার্মানির মেসুত ওজিল খেলেন ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে। ইংলিশ এই ক্লাবটিতে ২৯ বছর বয়সী ওজিলের সাপ্তাহিক বেতন ৩ লক্ষ পাউন্ড।
লুইস সুয়ারেজ
বার্সেলোনায় উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৯০ হাজার পাউন্ড।
পল পগবা
ম্যানচেস্টার ইউনাইটেডে ফরাসি মিডফিল্ডার পল পগবার সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৯০ হাজার পাউন্ড।
কিলিয়ান এমবাপ্পে
সেরা আয়ের তালিকায় ৭ নম্বরে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে ১৯ বছর বয়সী এই তরুণের সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৬২ হাজার পাউন্ড।
রোমেরু লুকাকু
তালিকায় ৮ নম্বরে রয়েছেন বেলজিয়ামের রোমেরু লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৫০ হাজার পাউন্ড।
ফিলিপ্পে কুটিনহো
বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো এ তালিকায় রয়েছেন ৯ নম্বরে। কাতালান ক্লাবটিতে তার সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৪০ হাজার পাউন্ড।
ডেভিড সিলভা
ম্যানচেস্টার সিটির স্প্যানিয়ার্ড মিডফিল্ডার ডেভিড সিলভার সাপ্তাহিক বেতন ২ লক্ষ ২০ হাজার পাউন্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর