× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চ্যানেল আইতে ছোটকাকু সিরিজ ‘না জেনে নারায়ণগঞ্জ’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১২ জুন ২০১৮, মঙ্গলবার

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মাণ হয়েছে ‘না জেনে নারায়ণগঞ্জ’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও এতে ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। গল্পে দেখা যাবে, নানা ধরনের নাটকীয় ঢঙে কথাগুলো বলে ভদ্রলোক থামলেন। মাথায় ঝাঁকড়া চুল। নাকের ওপর গোল ফ্রেমের চশমা। ধবধবে সাদা ফতুয়া। এগুলো দেখলে কারও বলে দেয়ার অপেক্ষা না যে, লোকটা বিজ্ঞানী।
ইন্সপেক্টর শহীদ চৌধুরী। বুকের মধ্যে লেখা শুধু চৌধুরী। এই ধরনের নাম দেখলে প্রথমেই মনে হয়, নামের প্রথম অংশ কেন বুকের মধ্যে লেখা থাকবে না? আর এই প্রশ্নটার সামনে বোধহয় ইন্সপেক্টর শহীদ চৌধুরীকে পড়তে হয়েছে বহুবার। ছোটকাকু বসে আছেন যে চেয়ারটায় সেটা উল্লেখ করে বলার মতো কিছু নয়। কিন্তু সামনের টেবিলের ওপর অনেকগুলো কাঁচের ছোট শিশি রাখা। ছোটকাকু হয়তো এর মধ্যেই খুঁজে বেড়াচ্ছেন কোনো রহস্য। এ রকম নানা রহস্য রোমাঞ্চের মধ্য দিয়ে এগিয়ে যাবে এবারের ছোটকাকু সিরিজের ‘না জেনে নারায়ণগঞ্জ’-এর ঘটনা প্রবাহ। প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর