× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১২ জুন ২০১৮, মঙ্গলবার

ঢাকা মহানগর দক্ষিণের থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা করেছে বিএনপি। গত রোববার রাত দুটোয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানার মধ্যে ২১টি থানা ও ৭৫টি ওয়ার্ড কমিটির মধ্যে ৭টি ওয়ার্ডের আংশিক কমিটি দেয়া হয়েছে। তবে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার কোনো সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়নি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর বা মহানগর দপ্তর থেকে মেইলের মাধ্যমে সব সময় কমিটি ঘোষণা হয়। তবে এবার কিছু নেতাকর্মীর ফেসবুকের মাধ্যম থেকেই প্রকাশ পায় কমিটি। অন্যদিকে শেষরাতে কমিটি প্রকাশের পর দুপুরে মতিঝিল ও শাহবাগ থানা বিএনপির দুইটি কমিটি স্থগিত করা হয়। ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন- ধানমন্ডি থানা সভাপতি শেখ রবিউল আলম রবি ও সাধারণ সম্পাদক আবুল খায়ের বাবুল; কলাবাগান থানা সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ; হাজারীবাগ থানা সভাপতি মজিবুর রহমান মজু ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ; কামরাঙ্গীরচর থানা সভাপতি হাজী মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাঈম; নিউমার্কেট থানা সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার ও সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পাটোয়ারী; যাত্রাবাড়ী থানা সভাপতি নবীউল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ আতিক ও সাধারণ সম্পাদক আলহাজ বাদল সরদার; ডেমরা থানা সভাপতি মো. জয়নাল আবেদীন রতন, সিনিয়র সভাপতি আকবর হোসেন নান্টু ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম; ওয়ারী থানা সভাপতি হাজী লিয়াকত আলী, সিনিয়র সহ- সভাপতি সাব্বির আহম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক মুক্তা; মতিঝিল থানা সভাপতি হাসিবুর রহমান মানু ও সাধারণ সম্পাদক আলমগীর কবির; শ্যামপুর থানা সভাপতি আ ন ম সাইফুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি হাজী মোজাম্মেল ও সাধারণ সম্পাদক আলিম আল রাজ জুয়েল; কদমতলী থানা সভাপতি হাজী মির হোসেন মিরু ও সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ রবিন; কোতোয়ালি থানা সভাপতি হায়দার আলী বাবলা, সিনিয়র সহ- সভাপতি মোশারফ হোসেন রিপন ও সাধারণ সম্পাদক আনোয়ার আল আজিম; শাহবাগ থানা সভাপতি আবুল আহসান তালুকদার ননী, সিনিয়র সহ-সভাপতি মো. সামছুল আলম চিনু ও সাধারণ সম্পাদক এমএ হান্নান; সবুজবাগ থানা সভাপতি হাজী মো. গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন; মুগদা থানা সভাপতি মো. আলী চায়না, সিনিয়র সহ- সভাপতি মো. মাসুদ হোসেন ও সাধারণ সম্পাদক সামসুল হুদা কাজল; পল্টন থানা সভাপতি লোকমান হোসেন ফকির, সিনিয়র সহ-সভাপতি এমএম আব্বাস ও সাধারণ সম্পাদক মো. কাজী হাসিবুর রহমান শাকিল; রমনা থানা সভাপতি আরিফুর রহমান আরিফ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন; গেণ্ডারিয়া থানা সভাপতি মকবুল ইসলাম খান টিপু, সিনিয়র সহ-সভাপতি হাজী লিয়াকত ও সাধারণ সম্পাদক আবদুল কাদের; চকবাজার থানা সভাপতি আনোয়ার পারভেজ বাদল, সিনিয়র সহ-সভাপতি হাজী টিপু সুলতান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল; সূত্রাপুর থানা সভাপতি এমএ সাহেদ মন্টু, সিনিয়র সহ- সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ; বংশাল থানা সভাপতি তাইজুল ইসলাম তাইজু ও সাধারণ সম্পাদক মামুন আহম্মেদ মামুন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর