× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

প্যারিসে এগারোতম শিরোপা নাদালের

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৮, মঙ্গলবার

ফরাসি ওপেনের শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। গতকাল অস্ট্রিয়ার ডমিনিখ টিয়েমকে হারিয়ে আসরে সর্বাধিক একাদশ শিরোপা জেতেন ক্লে কোর্টের এই রাজা। প্যারিসের রোলা গাঁরোয় পুরুষ এককের ফাইনালে সপ্তম বাছাই টিয়েমকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শিরোপা ধরে রাখেন পুরুষ এককের শীর্ষ খেলোয়াড় নাদাল। এদিন নাদালের সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা ২৪ বছর বয়সী টিয়েম। টেনিসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম ১১ বার জয়ের কৃতিত্ব দেখালেন নাদাল। এর আগে ১৯৬০ থেকে ১৯৭৩’র মধ্যে ১১ বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কৃতিত্ব দেখান অস্ট্রেলিয়ার নারী টেনিস তারকা মার্গারেট কোর্ট। ক্যারিয়ারে ১৭তম গ্র্যান্ড স্লাম জেতা নাদাল রোলা গাঁরোয় এ নিয়ে জিতলেন ৮৬তম ম্যাচ। ফরাসি ওপেনে এ পর্যন্ত খেলা ৮৮ ম্যাচের মাত্র দুটিতে হেরেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।
এদিন ম্যাচ শেষে নাদাল বলেন, এই জয় অসাধারণ। আমি আজ খুব খুশি। ডমিনিখ হেরে গেলেও সে খুব ভালো খেলেছে। সে আমার ভালো বন্ধু। সে এক কথায় অসাধারণ খেলোয়াড়। আমি নিশ্চিত আগামী দু’বছরের মধ্যে ডমিনিখ এখানে গ্র্যান্ড স্লাম জিতবে। এ জয়ের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি স্বপ্নেও ভাবিনি এখানে ১১ বার খেতাব জিতবো। এই রকম ভাবাটাও কঠিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর