× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘কম্প্রিহেন্সিভ ডকুমেন্টে’ স্বাক্ষর করলেন ট্রাম্প ও কিম

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুন ১২, ২০১৮, মঙ্গলবার, ১২:২০ অপরাহ্ন

সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে একটি ‘কম্প্রিহেন্সিভ ডকুমেন্টে’ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে ওই চুক্তিপত্রের কি কি শর্ত ছিল বা কোন বিষয়ে দুই প্রেসিডেন্ট সমঝোতায় পৌঁছেছেন, তা বিস্তারিত জানা যায় নি। তবে তারা উত্তেজনা প্রশমন ও পারমাণবিক নিরস্ত্রিকরণ বিষয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আলোচনা নিয়ে উভয় পক্ষই অত্যন্ত সন্তুষ্ট। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে স্থানীয় সময় বিকাল আড়াইটায়। মঙ্গলবার বৈঠকের ফাঁকে এক অনুষ্ঠানে দুই নেতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প এই চুক্তিকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ ও ‘ব্যাপক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, চুক্তিতে স্বাক্ষর করে তিনি ও কিম দু’জনেই সম্মানিত বোধ করছেন।
আর কিম এটাকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিশ্ব একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রত্যক্ষ করবে। ধারণা করা হচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প ও কিম সংবাদ সম্মেলন করবেন। সেখানে চুক্তির বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। এর আগে দুই দফা বৈঠক করেন ট্রাম্প ও কিম। প্রথম দফায় কিমের সঙ্গে একান্তে আধা ঘন্টারও বেশি সময় আলোচনা করেন। এর পর সাংবাদিকদের সামনে হাজির হন। এতে ট্রাম্প বলেন, দারুণ বৈঠক হয়েছে। আমাদের অনেক অগ্রগতি হয়েছে। যে কারো প্রত্যাশার চেয়েও ভালো আলোচনা হয়েছে। এসময় ট্রাম্প জানান, দু’দেশ  একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে।এর পরেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। সেখানে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প ও কিম। তবে এই চুক্তিপত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। চুক্তির শর্ত বা সমঝোতার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর