× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এবার ঈদে অনেক কাজ করেছি’

বিনোদন

এন আই বুলবুল
১৩ জুন ২০১৮, বুধবার

ঈদের সময় টিভি পর্দার শিল্পীদের ব্যস্ততা বরাবরই বেড়ে যায়। বিশেষ করে জনপ্রিয় অভিনয় শিল্পীদের যেন দম ফেলারও সময় থাকে না। পুরো রমজান মাস জুড়ে ঈদের কাজে রাত-দিন ছুটতে হয়। তবে ঈদ এখন খুব সন্নিকটে। তারকাদের ব্যস্ততাও শেষের দিকে। আগামীকাল ঈদের কাজ পুরোপুরি শেষ করবেন বলে জানালেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তারপরেই শুরু করবেন ঈদের কেনাকাটা। ফারিয়ার ভাষ্য, ঈদের কাজের চাপের কারণে এখনো কেনাকাটা করার সুযোগ হয়নি।
১৫ তারিখটা ঈদের কেনাকাটার জন্য রেখেছি। তবে এরমধ্যে আম্মু, দু’বোনের কাছ থেকে বেশ কিছু ঈদ উপহার পেয়েছি। আমার কয়েকজন কাছের সহকর্মীর কাছ থেকেও ঈদের উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আসছে ঈদের জন্য ফারিয়া এবার আঠারোটি নাটকে কাজ করেছেন। উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো সাখাওয়াত মানিকের ‘উপলব্ধি’, অঞ্জন আইচের ‘শেষ পর্যন্ত দেখুন’, বান্নার ‘নিয়তি’ ও গৌতম কৌরির ‘মাছ পাখি তুমি’। ঈদের নাটক প্রসঙ্গে ফারিয়া বলেন, এবার ঈদে অনেক কাজ করেছি। আমি কম নাটকে কাজ করতে পছন্দ করি। কিন্তু এবার সংখ্যা বেশি হয়ে গেছে। তাই বলে মানহীন নাটকে কাজ করিনি। প্রতিটি নাটকের গল্প-চরিত্রে ভিন্নতা রয়েছে। বেশ কিছু নতুন চরিত্রেও দর্শক আমাকে দেখবেন। ঈদের সময় দর্শক যে ধরনের নাটক দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই ধরনের গল্পেই দর্শক আমাকে পাবেন বলে আশা করি। বাকিটা নাটকগুলো প্রচারের পর বোঝা যাবে দর্শকের প্রতিক্রিয়া কেমন। ঈদে প্রতিটি চ্যানেলে প্রতিদিন একাধিক নাটক প্রচার হয়। যার কারণে দর্শক অনেক নাটক দেখার সুযোগ পায় না। এই নিয়ে মন্তব্য জানতে চাইলে ফারিয়া বলেন, এটির জন্য টিভি চ্যানেলগুলোকেই ঠিক করতে হবে কয়টি নাটক তারা প্রচার করবেন। আর একটি কথা- বছরের অন্য সময়ের চেয়ে ঈদে টিভিতে বেশিসংখ্যক নাটক প্রচারের কারণে নাটকের বাজেটও কমে যায় বলে আমি মনে করি। একই দিনে একাধিক নাটক প্রচারের কারণে দর্শক সব নাটক দেখতে পারেন না। তবে এখন অনেক দর্শক টিভিতে নাটক দেখতে না পারলেও প্রচারের পর তার পছন্দের অভিনেতা-অভিনেত্রীর সেই নাটকটি ইউটিউবের কল্যাণে দেখে নিতে পারেন। এদিকে ঈদের নাটকের বাইরে এই অভিনেত্রীর হাতে বর্তমানে বেশ কিছু ধারাবাহিক নাটকের কাজও রয়েছে। ঈদের পরেই আবার সেগুলোর শুটিং শুরু করবেন। এটিএন বাংলায় তার অভিনীত ‘সোনার শিকল’ ও চ্যানেল আইয়ে ‘হিং টিং ছট’ শিরোনামের দু’টি ধারাবাহিক প্রচার হচ্ছে। এছাড়াও চয়নিকা চৌধুরী ও মাহফুজ আহমেদের নির্দেশনায় ‘শ্রাবণ সন্ধ্যায়’ শিরোনামের একটি ধারাবাহিকও তার হাতে রয়েছে। ছোট পর্দার বাইরে এই মডেল-অভিনেত্রী বড় পর্দায়ও কাজ করছেন। সম্প্রতি তিনি ‘দেবী’ শীর্ষক একটি ছবির শুটিং শেষ করেছেন বলে জানান। এই ছবিতে তিনি নীলু নামের চরিত্রে অভিনয় করেছেন। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ হয়েছে। সরকারি অনুদানের পাশাপাশি এটি প্রযোজনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আর পরিচালনা করেছেন পরিচালক অনম বিশ্বাস। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘দেবী’ ছবির ফ্যানপেজে ছবিটির কিছু স্থিরচিত্র প্রকাশ হয়েছে। এগুলো দর্শকের মাঝে বেশ সাড়াও ফেলে। ছবিটি নিয়ে ছোট পর্দার এই অভিনেত্রী বেশ আশাবাদী বলে জানান। আলাপনের সবশেষে ফারিয়ার কাছে তার বিয়ে সম্পর্কে জানতে চাওয়া হয়। সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে তার বিয়ের সংবাদ প্রকাশ হয়। তবে তিনি এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। এই বছর তার বিয়ে করার পরিকল্পনা নেই বলেও জানান। ফারিয়া বলেন, যার সঙ্গে আমার বিয়ের খবর প্রকাশ হয়েছে সে আমার প্রতিবেশী এবং ভালো বন্ধু। বিয়ে করলে আমি সবাইকে জানিয়েই করবো। এছাড়া পরিবারে আমি সবার ছোট। তাই আমি চাই আমার বিয়ের বিষয়টি পরিবার দেখুক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর