× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সবচেয়ে দামি দল ফ্রান্স!

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৮, বুধবার

আর ১ দিন পরেই রাশিয়ায় পর্দা উঠছে ২১তম বিশ্বকাপ ফুটবলের আসরের। বিশ্বের নামী-দামি ফুটবলারে মুখরিত এখন রাশিয়া। চলছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এবারের বিশ্বকাপে সবচেয়ে দামি দলের তকমা নিয়ে মাঠে নামছে ফ্রান্স। ক্লাব ফুটবলে খেলোয়াড়দের বাজারমূল্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান ‘ফুটবল অবজারভেটরি অব দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অব স্পোর্টস’ (সিআইইএস)। সংস্থাটির তথ্য মতে ফরাসি দলের ২৩ সদস্যের মোট বাজারমূল্য ১,৪১০.৩ মিলিয়ন ইউরো। আর ৩২টি দলের সব খেলোয়াড়ের মোট বাজারমূল্য ১২.৬ বিলিয়ন ইউরো। ফ্রান্সের পরেই রয়েছে ইংল্যান্ড।
হ্যারি কেইনদের বাজারমূল্য ১,৩৯০ মিলিয়ন ইউরো। দামি দলের তালিকায় ৩ নম্বরে আছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলিয়ান দলের বাজারমূল্য ১,২৭০ মিলিয়ন ইউরো। চতুর্থ দামি দল নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০১০’র চ্যাম্পিয়ন স্পেন। দলটির বাজারমূল্য ৯৬৫ মিলিয়ন ইউরো। তালিকার ৫ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের মোট বাজারমূল্য ৯২৫ মিলিয়ন ইউরো। চ্যাম্পিয়ন জার্মানি দলের বাজারমূল্য ৮৯৫ মিলিয়ন ইউরো। বেলজিয়াম ও পতুর্গালের বাজার মূল্য যথাক্রমে ৮৩৫ ও ৬৫৬ মিলিয়ন ইউরো। আর এ তালিকায় নম্বর নবম ও দশম স্থানে থাকা উরুগুয়ে ও ক্রোয়েশিয়ার বাজারমূল্য ৫২৯ ও ৪১৬ মিলিয়ন ইউরো। এ তালিকায় শেষের দিকে রয়েছে কোস্টারিকা, ইরান, সৌদি আরব ও পানামা। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া পানামার বাজার মূল্য সবচেয়ে কম ১৫ মিলিয়ন ইউরো। গবেষণায় যেকোনো দলের সবচেয়ে দামি খেলোয়াড়ের তথ্যও উঠে এসেছে। ফরাসি দলের সবচেয়ে দামি খেলোয়াড় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপ্পে। ১৯ বছর বয়সী এই তারকার বাজারমূল্য ১৮৭ মিলিয়ন ইউরো; যা দলের মোট মূল্যের ১৩ শতাংশ। ২৪ বছর বয়সী ইংলিশ অধিনায়ক তার দলের সবচেয়ে দামি খেলোয়াড়। তার বাজারমূল্য ২০১ মিলিয়ন ইউরো; যা দলের ১৫ শতাংশ। ব্রাজিল দলের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের বাজারমূল্য ১৯৬ মিলিয়ন ইউরো, যা দলের ১৫ শতাংশ। স্পেনের দামি খেলোয়াড় সুল নিগাজ। অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকার বাজারমূল্য ১০১ মিলিয়ন ইউরো, যা দলের ১০ শতাংশ। আর্জেন্টিনার দামি খেলোয়াড় মেসি। তার বাজারমূল্য ১৮৪ মিলিয়া ইউরো, যা দলের ২০ শতাংশ। এদিকে ১০৩ মিলিয়ন ইউরোর বাজারমূল্য নিয়ে পর্তুগাল দলের দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো; যা দলের মোট মূল্যের ১০ শতাংশ। তবে দলের দামি খেলোয়াড়ের শীর্ষে রয়েছেন মিশরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই তারকার বাজারমূল্য ১৭১ মিলিয়ন ইউরো; যা মিশর স্কোয়াডের মোট বাজারমূল্যের ৭৪ শতাংশ।
বিশ্বকাপে সবচেয়ে দামি দলের তালিকা
দল মূল্য
ফ্রান্স ১.৪১০ মিলিয়ন ইউরো
ইংল্যান্ড ১.৩৮৬ মিলিয়ন ইউরো
ব্রাজিল ১.২৬৯ মিলিয়ন ইউরো
স্পেন ৯৬৫ মিলিয়ন ইউরো
আর্জেন্টিনা ৯২৫ মিলিয়ন ইউরো
জার্মানি ৮৯৫ মিলিয়ন ইউরো
বেলজিয়াম ৮৩৫ মিলিয়ন ইউরো
পর্তুগাল ৬৫৬ মিলিয়ন ইউরো
উরুগুয়ে ৫২৯ মিলিয়ন ইউরো
ক্রোয়েশিয়া ৪১৬ মিলিয়ন ইউরো
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর