× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

২০২৬ বিশ্বকাপের আয়োজক ঘোষণা আজ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৮, বুধবার

আগামীকাল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ আসরের পর্দা উঠছে। তার আগে ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করতে যাচ্ছে ফিফা। উত্তর আমেরিকা নাকি মরক্কোর হাত ধরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফিরবে আফ্রিকায় তা নির্ধারিত হবে ২০৭ ফিফা সদস্যের ভোটে। মস্কোতে আজ ফিফার কংগ্রেসে এর উত্তর জানা যাবে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে মরক্কোর প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ উত্তর আমেরিকা বিড। ২০২২ আসর বসবে কাতারে। ২০২৬ বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। এই আসর দিয়ে প্রথমবারের মতো দেখা যাবে ৪৮ দলের বিশ্বকাপ।
বর্তমান ফরমেট থেকে দলের সংখ্যা বাড়বে ১৬টি। ২০১০ বিশ্বকাপ দিয়ে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়। ১৯৯৪ বিশ্বকাপ এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। এবার কানাডা ও মেক্সিকোকে নিয়ে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া তারা। রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে না বাছাইপর্বে বাদ পড়া যুক্তরাষ্ট্রকে। ‘বি’ গ্রুপে পর্তুগাল, স্পেন ও ইরানের বিপক্ষে খেলবে মরক্কো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর