× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুন ১৩, ২০১৮, বুধবার, ১২:১১ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩৫ জন। বুধবার সকালে প্রদেশটির মাইনপুরি জেলায় এ দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, দুর্ঘটনা কবলিত বাসটি ব্যক্তি মালিকানাধীন। সকালে এটি ৮০/৯০ জন যাত্রী নিয়ে রাজস্থানের জয়পুর থেকে উত্তর প্রদেশের ফারুকাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাইনিপুরি জেলায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়া নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরোহী এক যাত্রী বলেন, বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। এমনকি বাসের ছাদেও কয়েকজন ছিলেন। চালক দ্রুতগতিতে আনাড়িভাবে গাড়ি চালাচ্ছিলেন। তার ভাষায়- ‘আমরা বাস চালককে চিৎকার করে বলেছি। এমনকি বাস থামানোরও চেষ্টা করেছে। কিন্তু সে আমাদের কথা শোনেনি।’
দুর্ঘটনায় আহতদের পাশ্ববর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। তিনি আহতদের উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর