× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের রেফারি পিতানা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৮, বুধবার

আজ স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হবে ২১তম ফুটবল বিশ্বকাপ আসরের। উদ্বোধনী এ ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার নেস্তর পিতানা। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে তার সহযোগী হিসেবে থাকবেন স্বদেশী হুয়ান পাবলো বেয়াতি ও হার্নান মাইদানা। ব্রাজিলের সান্দ্রো রিক্কি পালন করবে চতুর্থ রেফারির দায়িত্ব। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দলে থাকবেন ইতালির মাসিমিলিয়ানো ইরাতি, আর্জেন্টিনার মাউরো ভিগলিয়ানো, চিলির কার্লোস আস্ত্রোজা ও ইতালির দানিয়েল ওরসাতো। দ্বিতীয় আর্জেন্টাইন রেফারি হিসেবে দুই বিশ্বকাপে রেফারির হিসেবে অংশ নিচ্ছেন পিতানা। এর আগে ১৯৭০ ও ১৯৭৮’র বিশ্বকাপে রেফারি ছিলেন আরেক আর্জেন্টাইন নরবের্তো কোয়েরেজা। দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি পিতানা।
২০০৭-এ আর্জেন্টিনার ঘরোয়া লীগে অভিষেক হয়েছিল তার। ২০১০-এ প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্স-জার্মানির কোয়ার্টার ফাইনাল ম্যাচসহ ৪ ম্যাচ পরিচালনা করেন পিতানা। ২০১৬’র অলিম্পিক ফুটবল দিয়ে আবারও ব্রাজিলে ফেরেন পিতানা। জার্মানি ও নাইজেরিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। এক বছর পর ফিফা কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে জার্মানি ও মেক্সিকোর ম্যাচ পরিচালনা করেন পিতানা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর