× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে

অনলাইন


(৫ বছর আগে) জুন ১৪, ২০১৮, বৃহস্পতিবার, ১০:২৮ পূর্বাহ্ন

সিদ্দিক আর সাজ্জাদ স্থান ফটিকছড়ি , তারা রবি মোবাইল অপারেটরে চাকুরীরত।  চট্টগ্রাম আবহাওয়া ভালো না রাস্তায় পানি,  হয়তো নেমে যাবে কিন্তু সামনে ঈদের বন্ধ , দোকান হয়তো খোলা থাকবে কিন্তু থাকবে না পরিমান মতো রিচার্জের বান্ডেল অথবা কার্ড অথবা সিম কার্ড  , হাসিমুখে বুক সমান  পানি ঠেলে এগিয়ে যাচ্ছে সবার কথার আর বিনোদনের জোগান দিতে।

 সুমন  কাজ করেন টেকনোলজি ডিপার্টমেন্টের সাথে  রাতদিন পরিশ্রম করে চলেন যেনো গ্রাহকের একপলকের জন্যেও ভ্রূ না কুঁচ্কে  ওঠে তার কোম্পানির সেবা গ্রহণে।  সবাই ঈদের আনন্দে উৎসবে মেতে উঠেছে আর দুইটাদিন পার হলেই আনন্দের ঈদ সবার সাথে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া গল্প আরো কত পরিকল্পনা।  কেউ কেউ ইতিমধ্যে তার বাড়ির পথে রাস্তায় , ওদিকে সুমন খবর পেলো নারায়ণহাট এ একটি টেকনিকাল সমস্যার কারণে হয়তো অনেক গ্রাহক পড়বেন নেটওয়ার্ক বিপর্যয়ের মধ্যে যোগাযোগ করতে পারবেন না যাদের সাথে এতদিন ধরে কত প্ল্যান করে রেখেছিলো আনন্দের মুহূর্ত তৈরী করার জন্যে।

 রাত ১ টা চারদিকে সুমসান নিরিবিলি ,চট্টগ্রামের  সুমন চলছে নারায়ানহাটের পথে যা তার স্থান হতে ১২ কিলোমিটার দূরে,  জানেনা কেমনে পৌঁছবে , নৌকা, রিক্সা কিনবা কিছুটা পথ হেটে।  কিন্তু কাজতো ফেলে রাখা যাবে না , তার দায়িত্ব নিরিবিচ্ছিন্ন নেটওয়ার্কের সম্মানিত রবির গ্রাহকের কাছে।

 এমনি কতো গল্প লুকিয়ে থাকে যা হয়তো ফেইসবুকে ভাইরাল হয় না , পায়না স্যালুট  লিখা হাজার হাজার কমেন্ট কিন্তু নিরালা নির্ভিতে হাসি মুখে খেটে যায় এই সব নাম না জানা লোক গুলো , হয়তো একটা সেলফি তুলে রাখে নিজের আত্মততৃপ্তির জন্যে।  

তারা জেগে থাকে বলেই আমরা নিঃশ্চিন্তে ঘুমিয়ে থাকি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর