× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আইসল্যান্ড খেলোয়াড়দের উচ্চতা ভাবাচ্ছে আর্জেন্টিনাকে

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, শুক্রবার

নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। আগামীকাল মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) অভিষেকেই কোয়ার্টার ফাইনালে ওঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় আইসল্যান্ড। এবার বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ইউরোপের দলটি। রাশিয়ায় শিরোপা মিশনে প্রথম ম্যাচে দারুণ শুরু চায় আর্জেন্টিনা। তবে আইসল্যান্ড খেলোয়াড়দের উচ্চতা ভাবাচ্ছে কোচ হোর্হে সাম্পাওলিকে। লং পাস, রক্ষণে সেটপিস ঠেকানো, হেড করার সময় উচ্চতা বেশ কাজে দেয়। এদিকটায় এগিয়ে থাকবে আইসল্যান্ড।
এবারের বিশ্বকাপে আইসল্যান্ডের খেলোয়াড়ই সবচেয়ে লম্বা। তাদের গড় উচ্চতা ১.৯৫ মিটার (৬ ফুটের বেশি)। অন্যদিকে অন্যতম খর্বকায় দল আর্জেন্টিনা। মেসি-আগুয়েরোদের গড় উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০ ইঞ্চির একটু বেশি)। এই চিন্তা থেকেই অনুশীলনে উচ্চতার সমস্যা কাটিয়ে ওঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলি। ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি ও মার্কোস রোহোকে দিয়ে জোনাল ডিফেন্স পরখ করে নেন তিনি। এছাড়া ম্যাক্সিমিলিয়ানো মেজা, লুকাস বিলিয়া ও ডি মারিয়ার মতো উচ্চতাসম্পন্ন খেলোয়াড়কে দিয়ে প্রতিপক্ষদের মার্কিং অনুশীলন করিয়েছেন চিলিকে ২০১৫ কোপা আমেরিকা জেতানো কোচ সাম্পাওলি। এ নিয়ে গোলরক্ষক নাহুয়েল গুজম্যান বলেন, ‘গত সপ্তাহ থেকে আমরা সেটপিসের মতো নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কাজ করেছি। এই দিকটিতে কোচ অনেক গুরুত্ব দিয়েছেন। দলের সবাই তা বুঝতে পারছে। আশা করছি শনিবারের ম্যাচে আমরা তা প্রদর্শন করতে পারবো।’ আইসল্যান্ড ম্যাচটা যে সহজ হবে না তা টের পাচ্ছেন আর্জেন্টিনার ৩৬ বছর বয়সী গোলরক্ষক উইলি ক্যাবায়েরো। তিনি বলেন, ‘অনেক কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। আইসল্যান্ডের রক্ষণ খুব ভালো। মাঝমাঠ দিয়ে আক্রমণ করা সহজ হবে না। আমাদের উইং ব্যবহার করতে হবে।’ ‘ডি’ গ্রুপের অপর দুই দল ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। গ্রুপ পর্বের প্রতিপক্ষদের প্রতি আগেই সমীহ প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বলেন, ‘আইসল্যান্ড যেকোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ। ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে তারা সেটি প্রমাণ করেছে। স্পেনের সঙ্গে ক্রোয়েশিয়ার মাঝমাঠের খেলার ধরনে মিল রয়েছে। নাইজেরিয়া বরাবরই আমাদের চ্যালেঞ্জ জানায়।’ আগামী ২১শে জুন ক্রোয়েশিয়া ও ২৬শে জুন নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর