× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

‘আমিও পাঁচটি পেনাল্টি মিস করেছি, তবু আমি ম্যারাডোনা’

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৮, মঙ্গলবার

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত আইসল্যান্ডের কাছে হোঁচট  খেয়েছে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা। ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে পরে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইবারের চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। আর ম্যাচ শেষে ভক্ত সমর্থকদের হতাশা বাড়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি মিসের ঘটনায়। সেদিন স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে খেলা দেখেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। আর এমন ঘটনায় উত্তরসূরি লিওনেল মেসির পাশেই দাঁড়িয়েছেন ১৯৮৬’র বিশ্বকাপজয়ী অধিনায়ক। আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর খোদ মেসি দলের ব্যর্থতার জন্য নিজেকে দায়ী করেছেন। তবে ম্যারাডোনা মনে করেন, বার্সা সুপারস্টার মাঠে তার সেরাটাই দিয়েছেন। ম্যারাডোনা বলেন, ‘আমি খেলোয়াড়দের দোষ দেবো না।
বরং তাদের নিয়ে যেভাবে কাজ করা হয়েছে, সেটাকে দোষ দিতে পারি। খেলোয়াড়দের দোষ নেই।
মেসির তো আরো না। সে তার সবটুকু মাঠে দিয়েছে।’ মেসির পেনাল্টি মিস নিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমিও টানা পাঁচটি পেনাল্টি মিস করেছি। তারপরও আমি দিয়েগো আরমান্ডো ম্যারাডোনাই। আমি মনে করি না, তারা মেসির এই পেনাল্টি মিসের কারণে দুই পয়েন্ট খুইয়েছে।’ প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করায় মিশন কঠিন হয়ে পড়লো মেসি অ্যান্ড কোং-এর। আগামী ২১শে জুন তারা সেইন্ট পিটার্সবার্গে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে কোচ হোর্হে সাম্পাওলিকে হুমকি দিয়ে রাখলেন ম্যারাডোনা। ২০১০’র বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব সামলানো দিয়েগো ম্যারাডোনা বলেন, ‘এভাবে খেললে আপনি (সাম্পাওলি) আর্জেন্টিনায় ফিরতে পারবেন না। এটা খুবই অপমানজনক ফল। আইসল্যান্ডের খেলোয়াড়রা সব ১.৯ মিটারের মতো লম্বা জেনেও সেভাবে দলকে প্রস্তুত করা হয়নি। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই আমার ভীষণ রাগ লাগছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর