× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ইসলামাবাদে উন্মাতাল ড্যান্স পার্টি

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুন ২১, ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

ইসলামাবাদের একটি মলের ২১ তলা। সেখানেই এক এপার্টমেন্টে মঙ্গলবার রাতে শুরু হয় এক উন্মাতাল ড্যান্স পার্টি। তাতে এলকোহল পান করে বেসামাল কমপক্ষে ১৬ যুবতী ও যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে অভিযান চালায় পুলিশ। আপত্তিকর অবস্থায় লিপ্ত দেখতে পায় কয়েক জোড়া যুবক-যুবতীকে। আটক করে ওই ১৬ জনকে। তাদেরকে নিয়ে যাওয়া হয় মেডিকেলে। সেখানে পরীক্ষা করা হয় তাদের এলকোহলের মাত্রা।
এরপর জামিনে ছেড়ে দেয়া হয়েছে তাদের। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত সেঞ্চুরাস মল। এর ২১ তলায় একটি এপার্টমেন্টে বেশকিছু নারী ও পুরুষের ড্যান্স পার্টি বসে মঙ্গলবার দিবাগত রাতে। প্রচণ্ড জোরে মিউজিক বাজিয়ে তারা ড্যান্স করতে থাকে। পান করতে থাকে মদ। নিরাপত্তা বিষয়ক স্টাফরা বিষয়টি বুঝতে পেরে খবর দেন মারগালা পুলিশ স্টেশনে। পুলিশ বলেছে, খবর পাওয়ার পরপরই তারা একটি স্কোয়াড পাঠিয়ে দেয় ঘটনাস্থলে। এতে ছিলেন মহিলা পুলিশও। পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা ওই মলে পৌঁছে ঘটনাস্থলে যান। এ সময় বেশকিছু যুবক-যুবতীকে অশোভন, অমার্জিত, অশালীন কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখতে পান। তারা মদ পান করছিল আর এমন শারীরিক সম্পর্ক স্থাপন করছিল। এখান থেকে পুলিশ ১০ যুবক ও ৬ যুবতীকে গ্রেপ্তার করে। তাদেরকে নিয়ে যাওয়া হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এ। পরীক্ষা করা হয় তারা কি মাত্রায় এলকোহল বা মদ পান করেছেন। এরপর পাকিস্তানের দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে সব গ্রেপ্তারকৃতকে জামিনে ছেড়ে দেয়া হয়। এর আগে তারা কাহু এলাকার কাছে একটি ফার্ম হাউজে একই রকম একটি ড্যান্স পার্টির আয়োজন করেছিল ২৮শে এপ্রিল। সেখানে পুলিশ অভিযান চালিয়ে আটক করে ৪০ জনকে। এর মধ্যে নারী ও পুরুষ রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর