× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৮, বৃহস্পতিবার

এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে বড় সুসংবাদ পেলো লাতিন আমেরিকার দেশটি। বুধবার সোচিতে দলের অনুশীলনে ফিরেছেন নেইমার। মঙ্গলবার ডান পায়ের গোড়ালির চোট নিয়ে তিনি অনুশীলন ছাড়ার পর শুক্রবারের ম্যাচে তার অংশ নেয়া নিয়ে শঙ্কিত ছিলেন সবাই। বুধবার দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে অংশ নিয়েছেন ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। তাই কোস্টারিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেলো। নেইমারের অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এখানে তারা লিখেছে, তিনি (নেইমার) বুধবার সোচিতে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করছেন।
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি চলছে তার। আমরা আশা করছি কোস্টারিকার বিপক্ষে তাকে মাঠে দেখতে পাবো। ২০১৪’র বিশ্বকাপে ঘরের মাটিতে সেমিফাইনাল জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল ব্রাজিল। আসরে সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে রোববার প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এ ম্যাচে সেলেকাওদের বড় তারকা নেইমার ১০ বার ফাউলের শিকার হয়েছেন। এরপর মঙ্গলবার ডান পায়ের গোড়ালির ইনজুরি নিয়ে খুড়িয়ে খুড়িয়ে অনুশীলন ছেড়েছেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর