× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্বাসরুদ্ধকর অপেক্ষা

অনলাইন

মারুফ কিবরিয়া
(৫ বছর আগে) জুন ২১, ২০১৮, বৃহস্পতিবার, ৫:১২ পূর্বাহ্ন

ঘড়িতে এক এক করে ঘণ্টার কাটা পেরুনোর সঙ্গে চড়ছে আর্জেন্টিনা সমর্থকদের উত্তেজনার পারদ। মধ্যরাতে মেসিদের দ্বিতীয় পরীক্ষার দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। আর্জেন্টিনা ফ্যানদের সঙ্গে অন্য জনপ্রিয় দল ব্রাজিলের ফ্যানরাও চোখ রাখবেন মেসিদের পায়ে। আর্জেন্টিনার আজকের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে মেসিদের আজ জিততেই হবে। ড্র করলে জটিল সমীকরণের জালে ঝুলবে আর্জেন্টাইন স্বপ্ন। তাই আজকের ম্যাচে পুরো বিশ্বের মেসিভক্তদের চোখ থাকবে অনেক প্রত্যাশা নিয়ে। মেসিরা পারবে তো ভক্তদের সেই প্রত্যাশা পূরন করতে? এমন প্রশ্ন নিয়েই বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমি আজ টিভি সেটের সামনে বসবেন।
যদিও ম্যাচ শুরুর অনেক আগে থেকেই আর্জেন্টিনা সমর্থকরা উদযাপন শুরু করে দিয়েছেন। শোভাযাত্রা, পতাকা প্রদর্শনসহ নানা আয়োজন দেখা যাচ্ছে পথে পথে। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি ঘিরে যেন ভাবনা সবার। কি হবে আজ? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন ব্রাজিল সমর্থকরাও। এক গ্রুপের না হলেও ব্রাজিল সমর্থকদেরও অনেকের কামনা যেন আর্জেন্টিনা আজকের ম্যাচে জিতে যায়। তাদের ধারণা, বিশ্বকাপের হট ফেভারিট টিমগুলোর মধ্যে ব্রাজিলের মতো অন্যতম আর্জেন্টিনাও। তারা যদি টুনার্মেন্টের শুরুতে ঝরে যায় তাহলে বিশ্বকাপের আমেজটাই ম্লান হয়ে যাবে। তাই প্রত্যাশা সবার আজ যেন ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে টুনার্মেন্টে টিকে থাকে মেসি-কাবায়রোরা।
প্রিয় দল আর্জেন্টিনা জয়ী হয়ে দ্বিতীয় পর্বে উড়াল দেবে এমন প্রত্যাশায় গতকাল থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সরব অগনিত ভক্ত-সমর্থক। বিশেষ করে ফেসবুকে একের পর এক  স্ট্যাটাস দিয়ে আর্জেন্টিনাকে শুভ কামনা জানাচ্ছেন তারা। ক্রোয়েশিয়ার বিপক্ষে লিওনেল মেসির যাদুকরী পারফরম্যান্স দেখবেন এমনটা প্রত্যাশা করছেন  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফিও। তিনিও চান আজ যেন মেসি হ্যাটট্রিক করে। গতকাল এক ভিডিও বার্তায় মাশরাফি বলেছেন, ‘কালকে (২১ জুন) মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে। মিনিমাম ২টা তো শিওর। হ্যাটট্রিকও করবে। অ্যাসিস্ট-মেসিস্ট বুঝি না, দুইটা গোল তো করবেই, তিনটাও হতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ। যাও।’ এর আগেও মাশরাফির মন্তব্য সঠিক প্রমাণিত হয়েছিলো। প্রথম ম্যাচেই মেসি পেনাল্টি শট নেয়ার আগেই মাশরাফি মন্তব্য করেছিলেন, পারবে না মেসি। সেই ভিডিওটিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভ্যাব্য দল: উইলি কাবায়েরো (গোলরক্ষক) ; নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মারকাদো (রক্ষণভাগ) ; মার্কোস অ্যাকুইনা, হাভিয়ের মাচেরানো, ম্যাক্সিমিলিয়ানো মেজা (পেরেজ), এদুয়ার্দো সালভিও (মাঝমাঠ), ক্রিস্টিয়ান পাভোন ( মেজা), লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো (ফরোয়ার্ড)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর