× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসিদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ /ডি মারিয়া, রোহো, বিলিয়া সাইডবেঞ্চে

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

সামন হোসেন, নিঝনি নোভগোরোদ থেকে
২১ জুন ২০১৮, বৃহস্পতিবার
ছবি: সামন হোসেন

মস্কো থেকে হাজারো আর্জেন্টাইন দর্শকের একটা পথ নিজনি নভোগরদ। চার ঘণ্টার ট্রেন ভ্রমন শেষে সবার গন্তব্য নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম। যেখানে বাঁচা মরার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সকাল সাতটার হাইস্প্রিড ট্রেনে আর্জেন্টিনার সমর্থকদের সফরসঙ্গী হয়ে ১২টার মধ্যে চলে আসি স্টেডিয়ামে। উদ্দেশ্য মেসি ম্যাজিক দেখা। দীর্ঘ নয় ঘণ্টা অপেক্ষার পালা শেষে ম্যাচ শুরুর অপেক্ষায়। এরই মধ্যে মাঠে অনুশীলন শুরু করেছে দু’দল। একাদশও ঘোষণা হয়েছে।
আইসল্যান্ডের একাদশে তিনটি পরিবতর্ন এনেছে আর্জেন্টিনা। ডি মারিয়া, লুকাস বিলিয়ার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এনজো পেরেজ এবং গ্যাব্রিয়েল মার্কাদো। তাছাড়া মার্কোস রোহোর পরিবর্তে দলে এসেছেন আকুনিয়া। অন্যদিকে ক্রোয়েশিয়া একাদশে একটি পরিবর্তন এনেছেন দলের কোচ দালিচ জ্লাতকো। ক্রামারিচের বদলে সুযোগ পাচ্ছেন ব্রোজোভিচ।

আর্জেন্টিনা একাদশ
কাবায়েরো, ওটামেন্ডি, সালভিও, মার্কাদো, তাগলিয়াফিকো, মাসেরানো, এনজো পেরেজ, আকুনিয়া, মেসি, আগুয়েরো ও মেজা।
ক্রোয়েশিয়া একাদশ : ড্যানিয়েল সুবাসিচ, ইভান স্ট্রিনিচ, ডোমাগজ ভিদা, সিমে ভ্রাসালকো, ডেজান লভরেন, মারসেলো ব্রজোভিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান রাকিটিচ, আনতে রেবিক, মারিও মানজুকিচ ও ইভান পেরেসিচ।

ক্রোয়েশিয়া একাদশ
ড্যানিয়েল সুবাসিচ, ইভান স্ট্রিনিচ, ডোমাগজ ভিদা, সিমে ভ্রাসালকো, ডেজান লভরেন, মারসেলো ব্রজোভিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান রাকিটিচ, আনতে রেবিক, মারিও মানজুকিচ ও ইভান পেরেসিচ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর