× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কি বার্তা দিলেন মেলানিয়া!

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুন ২২, ২০১৮, শুক্রবার, ১০:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো সীমান্তে অভিবাসীদের সন্তানদেরকে পিতামাতা থেকে আলাদা করে দেয়ার নীতিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন তীব্র সমালোচনার মুখে ঠিক তখনই অন্য এক কান্ড ঘটিয়ে দিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি টেক্সাসে আটক করা শিশুদের দেখতে যান। খবরটি সেটাও নয়। খবর হলো এ সময় তার গায়ে জারা ব্রান্ডের একটি জ্যাকেট ছিল। তার পিছনে লেখা ‘আই রিয়েলি ডোন্ট কেয়ার, ডু ইউ?’ অর্থা আমি বাস্তবেই কিছু পরোয়া করি না, আপনি করেন কি? মেলানিয়ার জ্যাকেটের এই একটি বাক্য নিয়ে তোলপাড় চলছে মার্কিন মুলুকে। শুধু তা-ই নয়, এর বাইরেও ছড়িয়ে পড়েছে ওই জ্যাকেট কাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প অভিবাসন নীতিতে যে শূন্য সহনশীলতা গ্রহণ করেছেন তার প্রতি তো থোড়াই কেয়ার বোঝাতে মেলানিয়া অমন বাক্য সম্বলিত জ্যাকেট পরেছেন। এমনিতেই তিনি আগে ট্রাম্পের অভিবাসন নীতিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি লরা বুশও। স্ত্রী মেলানিয়া যখন ওই জ্যাকেট পরেছেন তখন তাকে ভিন্নখাতে প্রবাহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, মেলানিয়া আসলে ওই বাক্যটি দিয়ে ফেক নিউজ মিডিয়া বা ভুয়া সংবাদ মাধ্যমকে বুঝিয়েছেন। ওইসব মিডিয়ার প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরো বলেছেন, মেলানিয়া জানতে পেরেছে তারা (মিডিয়া) কত অসৎ এবং তাদের প্রতি সে আর কোনো তোয়াক্কাই করে না। ফলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রণহীন একটি মিশনে বের হন, যখন অভিবাসন নীতি নিয়ে তীব্র এক মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে। আর মেলানিয়ার এমন পোশাক পরায় সেই বিতর্ক আরো এক ধাপ বেড়ে গেছে। ফ্যাশন ব্রান্ড জারার ৩৯ ডলার দামের ওই পোশাকটি পরে মেলানিয়া সীমান্ত এলাকায় আটক রাখা শিশুদের দেখতে যান। পরে তার মুখপাত্র বলেন, মেলানিয়া একটি জ্যাকেট পরেছিলেন। তবে তাতে এমন কোনো বার্তা লেখা নেই যা লুকানো। উল্লেখ্য, অভিবাসন নীতিতে শিশুদের আটকে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর