× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধ বিমান দিলো যুক্তরাষ্ট্র

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুন ২৩, ২০১৮, শনিবার, ৮:৪১ পূর্বাহ্ন

তুরস্ককে সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাসের ফোর্ড ওর্থ শহরে বৃহসপতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তুর্কী কর্মকর্তাদের কাছে এ যুদ্ধবিমান হস্তান্তর করা হয়। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার কারণে ন্যাটোর অন্যতম অংশীদার তুরস্ককে এ বিমান প্রদান করা হয়। এ খবর দিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। খবরে বলা হয়, তুরস্ক ন্যাটো জোটের সদস্য হিসেবে বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে। এর স্বীকৃতি হিসেবে দেশটিকে সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধ বিমান প্রদান করেছে যুক্তরাষ্ট্র। টেক্সাসে বিমান হস্তান্তর অনুষ্ঠানে উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্পের সঙ্গে যুক্ত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন এবং তুর্কি কোমপানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লকহিড মার্টিন ছাড়াও বিভিন্ন তুর্কি প্রতিষ্ঠান এই বিমান উৎপাদনে অংশ নেয়। আল্প ও কেল এভিয়েশনসহ দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বিমানটির বিভিন্ন পার্টস তৈরি করে।
উল্লেখ্য, তুরস্ক ১৯৯৯ সাল থেকে এফ-৩৫ যৌথ ‘স্ট্রাইক ফাইটার’ প্রকল্পের অংশীদার। ধারণা করা হচ্ছে,  আগামী কয়েক দিনের মধ্যেই আঙ্কারার কাছে দ্বিতীয় এফ-৩৫টি বিমান হস্তান্তর করা হবে। তৃতীয় ও চতুর্থটি দেয়া হবে ২০১৯ সালের মার্চে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যে ছয়টি এফ-৩৫ পাবে দেশটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর