× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মার্কিন পণ্যের উপর ইইউ’র শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুন ২৩, ২০১৮, শনিবার, ৮:৪১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শুল্ক আরোপের সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে। ফলে এখন থেকে ইইউভুক্ত দেশগুলোতে পণ্য রপ্তানি করতে যুক্তরাষ্ট্রকে পণ্যভেদে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে। ইউরোপীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিপরীতে এ পদক্ষেপ নিলো ইইউ। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধ নিতে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে ইইউ। শুক্রবার থেকে ইইউতে রপ্তানিকৃত প্রায় ২৮০ কোটি ইউরো সমমূল্যের পণ্যের জন্য ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইইউ’র শুল্কের আওতায় রয়েছে মার্কিন হুইস্কি, মোটরসাইকেল, অরেঞ্জ জ্যুস, তামাক, কাঠবাদামসহ আরো কিছু পণ্য। এ বিষয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ জাঙ্কার বলেন, ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত সকল যৌক্তিকতা ও ঐতিহাসিক পরম্পরাকে ভঙ্গ করেছে।
এর প্রতিক্রিয়ায় আমাদের কঠোর, কিন্তু পরিমিত পদক্ষেপ নিতে হবে।   
এদিকে, আমদানিকৃত ২৯টি মার্কিন পণ্যের উপর করবৃদ্ধি করেছে ভারত। এর মধ্যে স্টিল, লোহা, কাজুবাদামসহ কয়েকটি কৃষিজাত পণ্য রয়েছে। আগামী ৪ঠা আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতে সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি করে যুক্তরাষ্ট্র। তাই বিশ্লেষকরা মনে করছেন, ভারতে পণ্যটির ওপর কর বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। আয়ারল্যান্ডের পার্লামেন্টে দেয়া বক্তৃতায় জাঙ্কার আরো বলেন, ইইউ’র নিরাপত্তা ও ভারসাম্য রক্ষার জন্য যা যা করা প্রয়োজন তা আমরা করবো।
উল্লেখ্য, এর আগে গত মার্চে ইউরোপের স্টিলের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ইউরোপ ছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কানাডা, মেক্সিকো ও ভারতসহ আরো কয়েকটি দেশ এই শুল্কের আওতায় পড়ে। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর