× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

দিরাইয়ে শ্লীলতাহানির পর কিশোরীর আত্মহনন

বাংলারজমিন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৪ জুন ২০১৮, রবিবার

সুনামগঞ্জের দিরাইয়ে তিন মাস আগে শ্লীলতাহানির শিকার সোমা খানম (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল সকালের দিকে পৌর সদরের মাদানী মহল্লাস্থ তার মামা সোলেমান মিয়ার বাসভবনের পার্শ্ববর্তী আমগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। নিহত সোমা খানম রাজানগর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত সাদীর খানের কন্যা। খবর পেয়ে সকাল ১০টায় দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে সোমা খানমের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। সোমা খানমের ভাই সাইফুল ইসলাম খান জানান, তিন মাস আগে আমার কিশোরী বোনটিকে গ্রামের তিন বখাটে মৃত তাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া, মৃত জহর মিয়ার ছেলে জাহাঙ্গীর ও খালেক মিয়ার ছেলে তানজিল তাদের বাড়ীর সামনের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সোহেল মিয়ার বাংলোঘরে আটকে ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে দিরাই থানায় একটি ধর্ষণ চেষ্টার অপরাধে মামলা দায়ের করি। মামলা দায়েরের পর থেকেই আসামিদের রক্ষায় ইউপি সদস্য লেবু মিয়া, যুবলীগ নেতা পরশ মিয়া ও হাদিছ মিয়া মামলা প্রত্যাহার করে নিতে বিভিন্ন ধরনের চাপ এবং ভয়-ভীতি প্রদর্শন কর আসছে। তাদের হুমকি-ধমকি ও লোকলজ্জার ভয়ে অবশেষে আমার বোনটি আত্মহননের পথ বেছে নেয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, গাছের সঙ্গে গলাই ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থা থেকে সোমা খানমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ম সহকারে দেখা হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর