× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

উঠিয়ে নেয়াটা পছন্দ হয়নি লুকাকুর

খেলা

স্পোর্টস রিপোর্টার মস্কো (রাশিয়া) থেকে
২৪ জুন ২০১৮, রবিবার

পানামার বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন। গতকাল স্পার্তাক স্টেডিয়ামে জোড়া গোল করেছেন। তার এবং হ্যাজার্ডের জোড়া গোলের উপর ভর করে তিউনিশিয়াকে ৫-২ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম। গতকাল তিউনিশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন লুকাকু। কিন্তু কোচ রবার্টো মার্টিনেজ তা হতে দেননি! ম্যাচের ৫৯ মিনিটেই ম্যানচেষ্টার ইউনাইটেডের এই তারকাকে তুলে নেন বেলজিয়ামের স্প্যানিয়ার্ড কোচ। হঠাৎ করে কোচের উঠিয়ে নেয়াটাকে ভালোভাবে নিতে পারেননি লুকাকু। তাইতো কোচের বাড়িয়ে দেয়া হাতও ফিরিয়ে দেন তিনি।
ম্যাচ শুরুর আগেই লুকাকুকে বেশ আগ্রাসী মনে হচ্ছিল।
শুরুর মিনিট থেকেই তেড়েফুরে আক্রমণে যাচ্ছিলেন তিউনিশিয়ার রক্ষণে। তার বাড়িয়ে দেয়া বলেই পেনাল্টি আদায় করেছিলেন এডেন হ্যাজার্ড। কোচের নির্দেশে লুকাকুকে পেনাল্টি না দিয়ে নিজেই তা থেকে গোল করেন ভিনসেন্ট কোম্পানির পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া হ্যাজার্ড। ম্যাচের ১৬ মিনিটেই গোলের খাতা খুলেন লুকাকু। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করেন আরেক গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন তিনি। এরপর তাকে উঠিয়ে মারুয়ান ফেলাইনিকে মাঠে নামান মার্টিনেজ। কোচ মার্টিনেজের নেয়া এই সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হয়েছে লুকাকুর। মাঠ ছাড়ার সময় তার চেহারাতে স্পষ্ট দেখা যাচ্ছিল। মাঠ ছেড়ে মার্টিনেজের সঙ্গে হাত মেলাননি ম্যানইউ তারকা। যদিও মিক্স জোনে এ নিয়ে কোনো কথা বলেননি লুকাকু। মাঠ ছাড়ার সময়ে আচরণ নিয়ে লুকাকু বলেন, ওসব নিয়ে কথা বলতে চাই না। দল রাইট ট্রাকে আছে। আমরা জিতেছি। কে গোল করেছে, কে করতে পারেনি এসব নিয়ে ভাবার সময় এখন না। আমরা বিশ্বকাপ জিততে এসেছি। সেটা জিতেই দেশে ফিরতে চাই। এদিকে ম্যাচ সেরা ইডেন হ্যাজার্ড বলেন, তিউনিশিয়া ভালো দল। তারা ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েছিল। দ্রুত গোল পাওয়ার কারণে এতো গোল হয়েছে। ওদের আগের ম্যাচ দেখে আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম। যত দ্রুত গোল আদায় করা যায়। পরিকল্পনা মতোই কাজ হয়েছে। আগামী ২৮শে জুন কালিগিংগ্রাদে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর