× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গোল উৎসব বেলজিয়ামের

প্রথম পাতা

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৮, রবিবার

গোল উৎসবে মেতে উঠে বিশ্বকাপের শেষ ষোল’র টিকিট কাটলো বেলজিয়াম। গতকাল তিউনিশিয়াকে   ৫-২ গোলে হারায় তারা। এবারের আসরের এক ম্যাচে সর্বোচ্চ গোলের নজিরও এটি। এর আগে আসরের  উদ্বোধনী দিনে রাশিয়া ও সৌদি আরবের ম্যাচে ৫ গোল হয়। যদিও পাঁচটি গোলই করে স্বাগতিক রাশিয়া। আসরে বেলজিয়ামের টানা দ্বিতীয় বার শেষ ষোলতে উঠার নজির। এদিন বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড রুমেলু লুকাকু ও মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড। এছাড়া আরেকটি গোল করেন চলতি বছরের শুরুতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্সেনালে যোগ দেয়া মিচি বাতসুয়াই।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা পানামাকে ৩-০ গোলে হারায় বেলজিয়াম। অন্যদিকে আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তিউনিশিয়ার। এ ম্যাচ হারায় দ্বিতীয় রাউন্ডের আশা শেষ হয়ে গেলো আফ্রিকার দেশটির। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হার দেখে তারা। আসরে পঞ্চম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বেলজিয়াম। এর আগে রাশিয়া, ক্রোয়েশিয়া, উরুগুয়ে ও ফ্রান্স দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটে। এদিন রাশিয়ার মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টিতে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড। তিউনিশিয়ার ডি-বক্সে হ্যাজার্ডকে বাজে ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১৬ মিনিট পর দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড রোমেলু লুকাকু। এর দুই মিনিট পর তিউনিশিয়ার হয়ে ব্যবধান কমান ডিফেন্ডার দিলান ব্রোন। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লুকাকু। জোড়া গোল করে এবারের আসরের সর্বোচ্চ ৪ গোল করা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করেন তিনি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা ফুটবলার। ৫১তম মিনিটে বেলজিয়ামের হয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন হ্যাজার্ড। জাতীয় দলের জার্সি গায়ে এ নিয়ে ২৪ গোল করলেন এ চেলসি মিডফিল্ডার। ৯০তম মিনিটে বেলজিয়ামের শেষ গোলটি করেন ফরোয়ার্ড মিচি বাতসুয়াই। পরে ম্যাচের যোগ কারা সময়ে তিউনিশিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন ফরোয়ার্ড ওহাব খাজারি। এবারের আসরে ‘জি’ গ্রুপে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে বেলজিয়াম। একম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পানামা ও তিউনিশিয়া। আগামী ২৮শে জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর