× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মেক্সিকোতে ফূটবল দর্শকদের ওপর গুলিতে নিহত ১৪

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুন ২৪, ২০১৮, রবিবার, ১২:৪১ অপরাহ্ন
প্রতীকী ছবি

মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে মেক্সিকোতেই দুটি স্থানে দর্শকদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ১৪ জনকে। শনিবার এ ঘটনা ঘটে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর  জুয়ারেজে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রথম হামলাটি হয় শহরটির দক্ষিণাঞ্চলে। সেখানে ফুটবল ম্যাচ দিখছিলেন আটজন মানুষ। অকস্মাৎ তাদের ওপর গুলি চালায় অস্ত্রধারীরা। এতে কমপক্ষে ৬ জন নিহত হন। আহত হন দু’জন।
অন্যদিকে শহরের ডাউনটাউনে একটি সেলুনে ফুটবল খেলা উপভোগ করছিলেন বেশ কিছু মানুষ। তাদের ওপরও গুলি চালায় এক দল অস্ত্রধারী। তারা একটি নীল ভ্যানে করে সেখানে গিয়েই গুলি করা শুরু করে। এতে কমপক্ষে ৫ জন নিহত হন। দিনের শুরুতে আরো তিনজন ব্যক্তিকে একটি পার্টি থেকে তুলে নেয় অস্ত্রধারীরা। এরপর তাদেরকে হত্যা করে। এ নিয়ে শুধু এ মাসে এভাবে ওই শহরে হত্যা করা হলো ১২৮ জনকে। ২০০৬ সালে মেক্সিকো সরকার মাদক বিরোধী অভিযান শুরু করে। ওই অভিযানের পর এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এ তথ্য সরকারি সূত্রের। তবে এর মধ্যে সুসংগঠিত অপরাধের সঙ্গে জড়িত কতজন তা বলা হয় নি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর