× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নাসিরনগরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৫ জুন ২০১৮, সোমবার

নাসিরনগরে সংঘর্ষে আহত মনসুর মিয়া (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতুকুড়া গ্রামের বাসিন্দা মনসুর মিয়া ও নাসির মিয়া। আপন দুই ভাই। পৈতৃক সম্পত্তি ও বসতঘরের ভাগ বাটোয়ারা নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় নাসিরের স্ত্রী শিপা আক্তার তার বাবার বাড়িতে ঝগড়ার বিষয়টি জানিয়ে দেয়।
নাসিরের শ্বশুর মাওলানা আবদুর রহমান তার দুই ছেলে আহাম্মদ ও মোহাম্মদকে নিয়ে দ্রুত মেয়ের বাড়িতে চলে আসে। উভয়পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিপা বেগমের ভাই আহাম্মদ উত্তেজিত হয়ে মনসুরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আশপাশের লোকজন দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় মনসুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মনসুর মারা যায়। মনসুরের মৃত্যুর খবর শুনে বাড়িঘর ছেড়ে পালিয়েছে নাসিরের পরিবার। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর